
কনকনে ঠান্ডা সাথে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস, বেহাল বরাক উপত্যকা
প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে সমগ্র দেশ জুড়ে, বরাক উপত্যকা ও পিছিয়ে নেই। সারাদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঠাণ্ডা বাতাসের ফলে শীতে গুটিসুটি হয়ে গেছে উপত্যকা। গুগোল তাপমাত্রা ১৬-১৭ দেখালেও মনে হচ্ছে যেন ৫-৬ ডিগ্রী সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমে তের ডিগ্রিতে দাঁড়াবে।
আজ শহরে লোক চলাচল কম দেখা গেছে, অফিস-আদালতেও কাজকর্ম কম হয়েছে বলে জানা গেছে, সবাই তাড়াতাড়ি বাড়িমুখোও হয়েছেন। স্থানে স্থানে আগুন জ্বালিয়ে নিজেকে গরম করার প্রয়াসে করেছেন অনেকেই; পথ চলতি লোকেরাও থেমে একটুখানি হাত পা সেঁকে নিচ্ছেন। যারা সচরাচর স্নান বাদ দেন না তারাও আজ স্নান না করার অজুহাত’ খুঁজেছেন। ঠান্ডায় শিশু এবং বয়স্ক লোকেরা কাহিল হচ্ছেন বেশি।
আশার কথা, পূর্বাভাসে আগামীকাল আবহাওয়ার উন্নতির লক্ষণ রয়েছে। আগামীকাল সূর্যদেবের মুখ দেখা যাবে এবং দিনের তাপমাত্রা ও বাড়বে বলে জানা গেছে।
Comments are closed.