Also read in

অফিশিয়াল! ‘দিদি’-র দলে ‘বড়’ দায়িত্বে সুস্মিতা

জল্পনাই সত্যি। তৃণমূল কংগ্রেসেই যোগদান সুস্মিতা দেবের। তিন প্রজন্মের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন সন্তোষ-কন্যা।

সকালে দিল্লি থেকে উড়ানে কলকাতা পৌঁছে তিনি সোজা চলে যান অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে দেখা করতে। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। প্রায় দেড়ঘণ্টা অভিষেকের সঙ্গে একান্তে বৈঠক হয় সুস্মিতার। তৃণমূলে কী হবে শিলচরের প্রাক্তন সাংসদের ভূমিকা, তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে দু’জনের মধ্যে। তারপরই সরকারি ভাবে তৃণমূলের সদস্য পদ গ্রহণ করেন সদ্য কংগ্রেস ত্যাগ করা সুস্মিতা।

শোনা যাচ্ছে, অসমে তৃণমূলের প্রধান কাণ্ডারি রূপেই দেখা যাবে সুস্মিতা দেবকে। এছাড়া ত্রিপুরায় মমতার দলের হয়ে বড় ভূমিকা নেবেন সন্তোষ-কন্যা। রাজ্যসভায় একটি খালি আসন রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে।

ওই আসনে সুস্মিতাকে জিতিয়ে আনতে পারে ‘দিদি’-র দল। তবে এখনও সবকিছু স্পষ্ট নয়। একটু পরেই নবান্নে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সুস্মিতা বলে জানা গেছে। তারপরই সম্ভবত সবকিছু স্পষ্ট হবে।

Comments are closed.