Also read in

টনক নড়লো এ সি এর, জে কে বরুয়া কান্ড নিয়ে তদন্ত কমিটি গঠন, ২৩ ফেব্রুয়ারি শুনানি, স্বাগত জানাল শিলচর ডি এস এ

অবশেষে টনক নড়লো অসম ক্রিকেট সংস্থার (এ সি এর)। শিলচর জেলা ক্রীড়া সংস্থার চিঠির পরিপ্রেক্ষিতে জে কে বরুয়া ক্রিকেটে গড়াপেটার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করল তারা।

গতকাল শিলচর ডি এস এ জে কে বরুয়া আন্তঃজেলা ক্রিকেটের রেল বনাম যোরহাট ম্যাচে গড়াপেটার অভিযোগ জানিয়ে একটি চিঠি দিয়েছিল এ সি এতে। এরই পরিপ্রেক্ষিতে আজ নড়েচড়ে বসলো অসম ক্রিকেট সংস্থা। আগামী ২৩ ফেব্রুয়ারি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এক শুনানির ডাক দিয়েছে এ সি এ। গড়াপেটার অভিযোগ খতিয়ে দেখতে এই শুনানিতে ডাকা হয়েছে রেল ও যোরহাট ম্যাচের দুই আম্পায়ার ললিত প্রধান ও বিশ্বজিৎ বর্ধন সহ ম্যাচ অবজারভারকে। সেইসঙ্গে ডাকা হয়েছে রেল ও যোরহাট দলের ম্যানেজার, অধিনায়ক এবং কোচকে। উপস্থিত থাকার জন্য বলা হয়েছে শিলচর দলের অধিনায়ক, কোচ এবং ম্যানেজারকেও। শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিংকেও। শুনানির দিন তথ্য-প্রমাণ নিয়ে হাজির হতে বলা হয়েছে শিলচর কে।

অসম ক্রিকেট সংস্থার এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। সচিব বিজেন্দ্র প্রসাদ সিং বলেন, ‘আমি সংস্থার পক্ষ থেকে এ সি এর তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমাদের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করার জন্য ধন্যবাদ জানাই এ সি এ সচিব দেবজিত শইকীয়াকে। আশা করি আমরা ন্যায়বিচার পাব।’

এদিকে, আজ এ সি এতে আরো একটি চিঠি দিয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এই চিঠিতে অনূর্ধ্ব ১৯ আন্ত:জেলা জে কে বরুয়া ট্রফির ফাইনাল আপাতত স্থগিত রাখার জন্য অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আর্জি জানিয়েছে শিলচর ডি এস এ । চিঠিতে বলা হয়েছে, এন এফ রেল এবং যোরহাট ম্যাচের ম্যাচ ফিক্সিঙের তদন্ত না হওয়া পর্যন্ত ফাইনাল ম্যাচ স্থগিত রাখা হোক। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জে কে বরুয়া আন্তঃজেলা ক্রিকেটের ফাইনাল ম্যাচ স্থগিত হচ্ছে না। সুচি অনুসারে কাল থেকেই গোলাঘাটে শুরু হচ্ছে খেতাবি লড়াইয়ে। গোলাঘাট ডি এস এর মাঠে ফাইনালে ধেমাজির বিরুদ্ধে খেলবে যোরহাট।

অন্যদিকে, শনিবার সকালে অনূর্ধ্ব ১৯ খেলোয়াড়দের সঙ্গে এক বৈঠক করে শিলচর ডিএসএ । এতে দলের কোচও উপস্থিত ছিলেন। শিলচর ডিএসএ-র সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং খেলোয়াড়দের বুঝিয়ে বলেছেন, ‘এনএফ রেল এবং যোরহাট ম্যাচে যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে খেলোয়াড়দের মাথা ঘামানোর দরকার নেই। এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার । কাজেই এসব নিয়ে খেলোয়াড়দের ভাবার দরকার নেই। তোমরা ক্রিকেটে মনোনিবেশ করো। গোলাঘাটের কথা ভুলে আগামীকাল থেকে অনুশীলন শুরু করো।’ পাশাপাশি গোলাঘাটের ঘটনা নিয়ে প্রকাশ্যে এবং সোস্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ডিএসএ। তাদের কথা হলো, এরকম একটি স্পর্শকাতর ইস্যুতে একটি পোস্ট পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলবে।

Comments are closed.

error: Content is protected !!