সংসদ সদস্যদের যৌথ কমিটি শিলচরে আসবে: নাগরিকত্ব বিল নিয়ে প্রশ্ন নিবে ও পরামর্শ শুনবে
কাছাড় জেলা প্রশাসন একটি প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়েছে যে যৌথ সংসদীয় কমিটির সদস্যরা ৮ মে, ২০১৮তে শিলচর পরিদর্শন করবে এবং সেখানে ৯ মে, ২০১৮ পর্যন্ত থাকবে। কমিটি নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬র সাথে সম্পর্কিত প্রশ্ন, পরামর্শ শুনবে আগ্রহী এনজিও, সোসাইটি ও বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে। কমিটি ৪ মে ২.৩০ টা থেকে সন্ধ্যা ৫:৩০ টা ও ৯ মে সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত উক্ত সংগঠন ও ব্যক্তিদের জন্য এক সমাবেশে আয়োজিত করবে এনএইটির কনফারেন্স হলে।
জেলা প্রশাসন এনজিও / সংগঠন / ইচ্ছুক ব্যক্তিদের এই সমাবেশে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে এবং পরামর্শ দেওয়ার জন্য লিখিতভাবে ডিসি অফিসে বিবরণ জমা দেওয়ার কথা বলেছে। হাইলাকান্দি ও করিমগঞ্জের ডিসি অফিসও লিখিত চিঠি গ্রহণ করবে উল্লেখিত সময়ের আগে জমা দিতে পারলে। ডেপুটি কমিশনার এস লক্ষ্মনন বরাক উপত্যকার জনগণকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমিটির সামনে সুশৃঙ্খল ও সংগঠিতভাবে উত্থাপন করার আহ্বান জানিয়েছেন।
১৯ জুলাই ২০১৬ তারিখে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ পেশ করা হয় যা আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভারতীয় নাগরিক হওয়ার অনুমতি দেয়। কিন্তু আসামে এই নাগরিকত্ব সংশোধনী বিলটিকে ভালোভাবে গ্রহণ করা হয়নি কারণ এটা ১৯৮৫ সালের আসাম চুক্তিকে লংঘন করে, যার মধ্যে স্পষ্ট লেখা আছে যে ২৫ মার্চ,১৯৭১ সালের পর আসা অবৈধ বাংলাদেশি অভিবাসীদেরকে বহিষ্কার করা হবে।
Comments are closed.