ফেসবুকে কুরুচিকর পোস্ট, গ্রেফতার করিমগঞ্জের সাংবাদিক, খোয়ালেন চাকরিও
সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার কন্যাকে নিয়ে একটি কুরুচিকর পোস্ট দেওয়ায় গুয়াহাটিতে একটি পোর্টালের পাঁচজন ব্যক্তি গ্রেফতার হয়েছিলেন। প্রায় একই সূত্রে এবার বরাক উপত্যকার এক সাংবাদিক গ্রেফতার হয়েছেন পাশাপাশি তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। করিমগঞ্জের ফকিরা বাজার এলাকার সাংবাদিক ইকবাল হোসেন নববার্তা প্রসঙ্গ পত্রিকায় কাজ করতেন। প্রায়শই তিনি সরকার বিরোধী কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেন। সম্প্রতি গুয়াহাটিতে একদল সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার কন্যার ফটো নিয়ে যে কুরুচিকর পোস্ট দিয়েছে। একই ধরনের পোস্ট পোস্ট করেছিলেন ইকবাল হোসেনও। এতে প্রতিবাদের ঝড় ওঠে এবং অনেকেই তার গ্রেফতার দাবি করেন।
করিমগঞ্জ পুলিশের তরফে ইকবাল হোসেনের বিরুদ্ধে স্যুয়ো-মোটো মামলা গ্রহণ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পোকসো আইনের অধীনে মামলা গ্রহণ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক শিশুর যৌন নির্যাতন বা মানসিক হেনস্থার ধারা হচ্ছে এটি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ যাদব জানিয়েছেন, ইকবাল হোসেনকে আদালতে পেশ করা হচ্ছে এবং আদালতের নির্দেশে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে নববার্তা প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইকবাল হোসেনকে তারা চাকরি থেকে বরখাস্ত করেছেন। অবশ্যই এর কারণ সোশ্যাল মিডিয়ায় অন্যায় ভাবে পোস্ট দেওয়া। পত্রিকার সম্পাদক একটি ঘোষণায় লিখেছেন , “সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করায় দৈনিক নববার্তা প্রসঙ্গ-য়ের ফকিরাবাজারের প্রতিনিধি ইকবাল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। তার সঙ্গে পত্রিকার আর কোন সম্পর্ক নেই।”
এছাড়া সোশ্যাল মিডিয়ায় লাগাতার ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকেই। কেউ কেউ বলছেন তিনি বরাবরই এধরনের পোস্ট করে আসছেন। তবে একজন মন্ত্রী এবং তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে নিয়ে যে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন সেটা সব সীমা ছাড়িয়ে গেছে।
Comments are closed.