Also read in

সংবাদিক তিলক পুরকায়স্থের বাড়িতে কাকভোরে ডাকাতি, ঘটনায় ভীত, সন্ত্রস্ত উনার মা

 

আজ ভোর রাত ৩ টা ৩০ মিনিট নাগাদ এক দল মুখোশ পরিহিত লোক সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ (তিলক) এর শিলচর, দাস কলোনি, মজুমদার লেনের বাড়ির পেছনের দরজা ভেঙ্গে ঢোকে এবং তার ল্যাপটপ এবং মূল্যবান কিছু সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

“আমার বয়স্ক মা এবং বৌদি, এই দুজন তখন বাড়িতে ছিলেন। আমরা ভাইয়েরা পেশাগত কারণে বাড়ির বাইরে ছিলাম। এই ঘটনার পর আমি আমাদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত । এই ঘটনায় আমার মা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ভগবানকে ধন্যবাদ ওদের দুজনের গায়ে কোন আঘাত লাগেনি।” ঘটনার পর তিলক পুরকায়স্থ তার ফেসবুক পোস্টে এই ঘটনাটি ব্যক্ত করে এই কথা লিখেন।

উনার মা উমা পুরকায়স্থ এবং বৌদি সন্তোষী পুরকায়স্থ বাড়িতে ছিলেন। উমা পুরকায়স্থ দরজা ভাঙার শব্দ শুনে জেগে যান, তিনি বুঝতে পারেন কোন একটা লোক দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে। তিনি দরজাটা আটকাবার চেষ্টা করেন, কিন্তু মুখোশ পরিহিত লোকেরা জোরজবস্তি ঘরে ঢুকে পড়ে এবং চিৎকার চেচামেচি না করতে সতর্ক করে দেয়। তার পরই তারা ল্যাপটপ এবং অন্যান্য কিছু সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্টে সাথে সাথেই জানানো হলে সকাল ছটা নাগাদ তারা এসে সবকিছু তদন্ত করে যায়। তিলক পুরকায়স্থ আমাদের জানালেন যে, “আমরা মনে করছি যে, যারা ডাকাতি করতে এসেছিল তারা ঘরে শুধু দুজন মহিলা বাড়িতে আছেন, এই খবর জানে এবং তাই তারা দরজা ভেঙ্গে ঢুকতে সাহস করেছিল। ওরা নিশ্চয়ই আমার বাড়ির কোথায় কি আছে খবর রাখে, না হলে আমার ল্যাপটপটা কি করে বের করে নিল। আমরা এই ডাকাতির পর নিজেদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত”।

Comments are closed.