Also read in

স্কুটি রেখে বরাকে 'ঝাঁপ দেওয়া' জয় বণিকের সন্ধান নেই, ভাগ্নে ও নিখোঁজ

বরাক নদীতে ঝাঁপ দেওয়ার কাহিনী নিয়ে ক্রমশই ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। ঝাঁপ দেওয়ার প্রত্যক্ষদর্শী সেই ট্যাক্সিচালকের ও সন্ধান পাওয়া যাচ্ছে না। বুধবার সদরঘাট থেকে মজুমদার বাজার পর্যন্ত তল্লাশি চালিয়েও কোন দেহ উদ্ধার করতে পারেনি এসডিআরএফ। এদিকে জয় বণিকের(২৭) সাথে তার ভাগ্নে প্লাবন বণিক(১৯) ও নিখোঁজ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মামা জয় বণিক এবং ভাগ্নে প্লাবন বণিক কিছুদিন আগে দোকানে দোকানে স্টেশনারী সামগ্রী সরবরাহের ব্যবসা শুরু করেছিল। জয় বণিকের বাড়ি মেহেরপুর পুষ্প বিহার লেনে। মঙ্গলবার সকালেও যথারীতি ব্যবসার প্রয়োজনে তারা দুইজন স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিল। জয় দুপুরে তার মাকে ফোন করেছিল আর প্লাবনের সাথে তার মায়ের কথা হয় বিকেল পাঁচটা নাগাদ। ঘটনাস্থলে উদ্ধারকৃত স্কুটি থেকে জয়ের মোবাইল ফোন চালু অবস্থায় এবং প্লাবনের ফোন সুইচ অফ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এখন নদীতে মঙ্গলবার রাত ন’টা নাগাদ কে ঝাঁপ দিয়েছিল এই নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সেই সময়ে প্রত্যক্ষদর্শী ট্যাক্সিচালকের বয়ান অনুযায়ী, একজনকেই সে ঝাপ দিতে দেখেছে। পরবর্তীতে এই ট্যাক্সিচালকের সন্ধান পুলিশ বের করতে পারেনি। তাই তদন্তে নেমে পুলিশ এখনও বিশবাঁও জলে। দুজনেরই আত্মীয়-স্বজনরাও বুঝে উঠতে পারছেন না নদীতে কে ঝাঁপ দিয়েছে ।

উল্লেখ্য, কিছুদিন আগেই নিখোঁজ হয়ে গিয়েছিল জয় বণিক। সামাজিক মাধ্যম গুলোতে এই নিয়ে বহুল প্রচার হয়েছিল; পরবর্তীতে সে নিজে থেকেই ফিরে এসেছিল।

বর্তমান অবস্থায় দুজনের মধ্যে একজনের হদিশ পেলেও এই ধোঁয়াশায় কিছুটা আলোকপাত হতে পারে।

 

পূর্ববর্তী ঘটনা জানতে হলে নিচে ক্লিক করুন:

সদরঘাট সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ মেহেরপুরের যুবক, উদ্ধারে এসডিআরএফ

 

Comments are closed.