করোণা সংক্রমণ ধীরে ধীরে কমছে, মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়ালো
গত সোমবার কাছাড় জেলায় ৫২৮ জন ব্যক্তির দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছিল, মঙ্গলবার তা কমে দাঁড়ায় ৪০২। এরমধ্যে রেপিড অ্যান্টিজেন টেস্টে ৩০১ জন এবং আরটিপিসিআর পরীক্ষায় ১০১ জনের শরীরে থাকা সংক্রমণ শনাক্ত হয়েছে।
হাইলাকান্দিতে সংক্রমণ কমে শতকের নিচে নেমে এসেছে। মঙ্গলবার ৮২ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। এদিন মোট ১৯০৯ জনের পরীক্ষা করা হয়।মঙ্গলবার করিমগঞ্জ জেলায় ৭০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত এই সংক্রমণ নিয়ে কাছাড় জেলায় ১০২ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ১৮ জন ব্যক্তির মৃত্যুকে সরাসরি করোনা ভাইরাসের শিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ডেথ অডিট বোর্ড।
গতকাল সন্ধ্যা পর্যন্ত কাছাড় জেলার তিনজন ব্যক্তি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে প্রাণ হারান।
শিলচর শহরতলির মধুরবন্দ এলাকার ৫৫ বছর বয়স্ক আবদুল মান্নান সোদিয়াল ২৯শে মে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৩১শে মে বিকেল পাঁচটা দশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
শিলচর শহরের আজাদ হিন্দ রোডের বাসিন্দা ৭৫ বছর বয়স্ক মানিক চন্দ্র দেব গত ২৯ শে মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৩১শে মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
কাছাড় জেলার দরগাকোনা এলাকার ৬৫ বছর বয়স্ক রোহিত ভড় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩০শে মে রোববার এবং তিনি গতকাল বিকেল ২টা ৪০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
Comments are closed.