Also read in

সংক্রমণ কমলেও বাড়লো মৃত্যু, মেডিকেলে চব্বিশ ঘন্টায় মারা গেলেন চারজন

ধীরে ধীরে সংক্রমনের মাত্রা কমছে; কমছে পজিটিভিটির হার ও। তবে মৃত্যু অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়; দুজন কাছাড় জেলার শিলচরের এবং দুজন করিমগঞ্জ জেলার।

বুধবার কাছাড় জেলায় সর্বমোট ১২৯ জন ব্যক্তির দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয় । রেপিড এন্টিজেন টেস্টে ৯৭ জনের সংক্রমণ ধরা পড়ে। বাকি ৩২ জন আরটিপিসিআর টেস্টে শনাক্ত হন।

করিমগঞ্জে ৬৭ জন ব্যক্তির দেহে কোভিড সংক্রমণ শনাক্ত হয়। জেলায় গতকাল ৫১৩১ জনের কোভিড পরীক্ষা করা হয়েছিল।

হাইলাকান্দিতে ২৪ ঘন্টায় ১২ জন ব্যক্তির শরীরে কোন ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। রেপিড এন্টিজেন টেস্টে ১১ জনের সংক্রমণ ধরা পড়ে। বাকি ১ জন আরটিপিসিআর টেস্টে শনাক্ত হন।

এদিকে, শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, ২৩ জুন বিকেল পাঁচটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ১২৮ জন রোগী সক্রিয় রয়েছেন। ৭৩ জন রোগী আইসিইউতে রয়েছেন, ৫৫ জন রোগী রয়েছেন কোভিড ওয়ার্ডে। ১১ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ৯২ জন রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

এর আগের ২৪ ঘন্টায় ১৮ জন রোগী করোণা সংক্রান্ত উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং কোনো রোগী ছাড়া পাননি।

করোনা সংক্রমণ নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় চার জন রোগী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারিয়েছেন। কাছাড় এবং করিমগঞ্জ জেলার দুইজন করে।

করিমগঞ্জ জেলার কমলপুর এলাকার বাসিন্দা ৫৮ বছর বয়স্ক অখিল শুক্লবৈদ্য বিগত ১৮ জুন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২২ জুন সন্ধ্যা ৬-০৫ মিনিটে উনার মৃত্যু হয়।

কাছাড় জেলার শরৎপল্লী, সোনাই রোড এলাকার বাসিন্দা ৩৯ বছর বয়স্ক সুমন্ত রায় বিগত ১৮ জুন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২২ জুন রাত ১০-৪৫ মিনিটে উনার মৃত্যু হয়।

কাছাড় জেলার শিলচর শহরের দাস কলোনি এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়স্ক পুষ্প রানী সাহা বিগত ১৭ জুন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২৩ জুন রাত ১২-২৫ মিনিটে উনার মৃত্যু হয়।

করিমগঞ্জ জেলার বাজারঘাট এলাকার বাসিন্দা ৭৭ বছর বয়স্কা সুনিধি আচার্য বিগত ২৩ জুন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ভর্তির সময় উনাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Comments are closed.