Also read in

বৃহস্পতিবার কাছাড় জেলায় পজিটিভ ৩৫৮, মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ৫

বৃহস্পতিবার কাছাড়ে ৩৫৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা সংক্রমণ। জেলায় কোভিড সংক্রমণ সোমবারে ছিল ৫২৮, মঙ্গলবারে ৪০২, বুধবারে ৩১৭ ; পরপর কয়েকদিন কমার পর বৃহস্পতিবার সামান্য বৃদ্ধি পায় এই সংক্রমণ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এখন ২৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৮৭ জন রয়েছেন আইসিইউ ওয়ার্ডে এবং সাধারন ওয়ার্ডে রয়েছেন ১৮৮ জন।

করিমগঞ্জ জেলায় সংক্রমণ কিছুটা কমেছে। বৃহস্পতিবার ৭১ জনের দেহে কোভিড সংক্রমণ শনাক্ত হয়, বুধবারে সেই সংখ্যা ছিল ৮৫।

হাইলাকান্দি জেলায় সংক্রমণ বুধবার বেড়ে হয়েছিল ১১০ , বৃহস্পতিবার শতকের কোঠার নিচে এসে দাঁড়ায় ৮২।

কাছাড় জেলায় এখন সুস্থ হওয়ার হার ৭০ শতাংশের বেশি, তবে রোগীদের চিকিৎসালয়ে দেরিতে নিয়ে আসার জন্য মৃত্যু-মিছিল অব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা পর্যন্ত এর আগের ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ জন ব্যক্তির করোণা ওয়ার্ডে মৃত্যু হয়, এরা সবাই কাছাড় জেলার।

কাছাড় জেলার লক্ষীপুর এলাকার ই বিমল সিংহ নামের ২৭ বছরের যুবক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১লা জুন। দোসরা জুন রাত নয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাছাড় জেলার শিলকুড়ি এলাকার ৬০ বছর বয়স্কা নুর নেহার বিবি দোসরা জুন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং পরদিন সকাল ৫ টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

শিলচর শহরতলির মেহেরপুর এলাকার ৭৬ বছর বয়স্কা সুপর্ণা দাস হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৯ শে মে । ৩রা জুন, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিলচর শহর সংলগ্ন কনকপুর এলাকার শান্তনু দাস (৫২) দোসরা জুন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং পরদিন তিসরা জুন দুপুর ১২টা ০৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিলচর শহরের ঘনিয়ালা এলাকার বাসিন্দা নকুল সরকার (৬৫) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ১ জুন এবং ৩রা জুন দুপুর ১-০০ টায় মৃত্যুমুখে পতিত হন।

Comments are closed.