জ্যোতি'র প্রতিযোগীতায় কুইজে চ্যাম্পিয়ন গুয়াহাটি মেডিকেল কলেজ, বিতর্কে ন্যাশনাল ল' ইউনিভার্সিটি
সফল ভাবে ফিরে এলো জ্যোতি, দু’দিনব্যাপী জমজমাট কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা শেষ হলো।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো গুয়াহাটির ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি, দ্বিতীয় আসাম বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান পায় মহর্ষি বিদ্যামন্দির, শিলচর। মহর্ষি বিদ্যামন্দিরের স্কুল লেভেলের দুই প্রতিযোগী সূর্যাদিত্য শর্মা রায় এবং মৃন্ময় নাগ সমানতালে বড়দের সাথে পাল্লা দেওয়ায় সকলের নজর কাড়ে।
এদিনের মুখ্য অতিথি ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি। বিচারকের দায়িত্বে ছিলেন তিন অধ্যাপক ডঃ অপ্রতিম নাগ, দেবাশীষ চক্রবর্তী ও সুপর্ণা দাস। বিতর্কে প্রস্তাবের মোভার ছিলেন জিসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কমনওয়েলথ বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারী বিশিষ্ট তার্কিক পার্থসারথি চন্দ। প্রস্তাবের বিরোধিতায় দলনেতার ভূমিকা নেন অপর বিশিষ্ট তার্কিক টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের প্রাক্তন সিইও নীলাঞ্জন রায়। নাগাল্যান্ডের রাজ্যপালের উপস্থিতিতে সেরা পারফরম্যান্স তুলে ধরেন সব প্রতিযোগিরা। চূড়ান্ত পর্যায়ে বিতর্কের বিষয় ছিল ” আব্রগেশন অফ আর্টিকেল ৩৭০ ইজ এ পজিটিভ স্টেপ”। বিতর্ক প্রতিযোগিতায় ব্যক্তিগতভাবে প্রথম হয়েছেন ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির শ্রেষ্ঠা ব্যানার্জি, দ্বিতীয় আসাম বিশ্ববিদ্যালয়ের মনসিজ ভট্টাচার্য এবং তৃতীয় ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির তৌহিদ আলম লস্কর।
Jyoti's quiz : Final
Posted by My Silchar on Sunday, November 10, 2019
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্পিকারের ভূমিকায় অবতীর্ণ নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি প্রতিযোগিতা শেষে দেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার বক্তব্য পেশ করে বলেন, ” জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা নিয়ে নানা ধরনের মন্তব্য হচ্ছে। বিশেষ মর্যাদা এই নয় যে, দেশের মূল ভূখণ্ডের সঙ্গে এর কোনো সামঞ্জস্য থাকবে না বরং বিশেষ মর্যাদা সেটি যা কাশ্মীরের কৃষ্টি ও সংস্কৃতিকে মর্যাদা দেবে। ৩৭০ অনুচ্ছেদের জন্য বিচ্ছিন্নতাবাদীরা সুবিধা পেয়ে আসছিল, এখন তো আর সম্ভব নয়”।
Jyoti's debate : Final round
Posted by My Silchar on Sunday, November 10, 2019
এদিকে, নর্থ ইস্টার্ন রিজিওনাল ইন্টার কলেজ ইনভাইটেশন কুইজ প্রতিযোগিতায় শিরোপা দখল করলো গুয়াহাটি মেডিকেল কলেজ, দ্বিতীয় হয় এনআইটি শিলচর এবং তৃতীয় স্থান পায় আইআইএম, শিলং।
জ্যোতি’র এই প্রতিযোগিতা পুনরায় ফিরে আসায় সন্তোষ ব্যক্ত করেছেন বিভিন্ন উৎসাহী মহল এবং পরবর্তী বছরগুলোতে চালিয়ে যেতে অনুরোধ রেখেছেন ।
Comments are closed.