Also read in

স্বমহিমায় জ্যোতি, ৯ ও ১০ নভেম্বর আমন্ত্রণী কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা

১৯৮৯ সাল থেকে শিলচরে জাতীয় স্তরের বক্তৃতা এবং কুইজ প্রতিযোগীতার আয়োজন করে আসছে জ্যোতি সংস্থা। তবে, ২০১২ সালের পর এই কয়েক বছর তাদের উদ্যোগে কিছুটা ভাটা পড়েছিল। এবার প্রতিযোগিতাটি আবার নতুন উদ্যোমে শুরু হচ্ছে; আগামী ৯ এবং ১০ নভেম্বর শিলচরে রাজীবভবনে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। শীর্ষস্থান দখলের লড়াইয়ে থাকছে নয়টি রাজ্যের ৪০টি কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবীরা। ‌

জ্যোতি আয়োজিত এই আমন্ত্রণী কুইজ প্রতিযোগিতাটির নাম হচ্ছে ‘নর্থইস্ট রিজিওনাল ইন্টার কলেজ ইনভিটেশন্যাল কুইজ ।’ এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে যথাক্রমে ৫০,০০০ ৩০,০০০ ও ২০,০০০ টাকা ।

বিতর্ক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদেরকে দেওয়া হবে যথাক্রমে ২০,০০০ ১০,০০০ ও ৫,০০০ টাকা।

ছোটবেলা থেকে এই সংস্থার সঙ্গে জড়িত শিলচরের সাংসদ রাজদীপ রায় জানান, “একসময় এই প্রতিযোগিতাটিকে উত্তর-পূর্বের শ্রেষ্ঠতম কুইজ এবং বক্তৃতা প্রতিযোগিতা হিসেবে গণ্য করা হতো। এর সঙ্গে জড়িতরা সারা ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন স্থানে তাদের মেধা নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। ২০১২ সালের পর আমরা বিভিন্ন কারণে প্রতিযোগিতাটি আয়োজন করতে পারিনি। তবে এবার নতুন উদ্যম নিয়ে এটি আয়োজন করা হচ্ছে।”
সাংসদ রাজদীপ রায় আরো জানান, “বর্তমানের যুব সমাজ ইন্টারনেট এবং সীমিত শিক্ষাব্যবস্থার ফলে বিভিন্ন ভাবে পিছিয়ে পড়ছে। অতীতে যারা এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। আমরা ছোটবেলা থেকে এই প্রতিযোগিতার সঙ্গে জড়িত, তখন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিজেকে তৈরি করতাম। যখন প্রথমবার দেশের সংসদে বক্তৃতা দেওয়ার সুযোগ আসে, তখন বুঝতে পারি ছোটবেলার এই শিক্ষা কতটুকু আমাকে সাহায্য করেছে। আমার মত অনেকেই জীবনের সফলতার ক্ষেত্রে এই প্রতিযোগিতার দ্বারা লাভবান হয়েছেন। আমরা চাই বর্তমান যুব প্রজন্মের মধ্যে সিলেবাসের বাইরে গিয়ে পড়াশোনার অভ্যাস ফিরিয়ে আনতে। সঙ্গে, ইন্টারনেটে সারাদিন না থেকে এধরনের প্রতিযোগিতা এবং বক্তৃতায় অংশ নিয়ে নিজেদের মান উন্নত করতে। আমরা চাই বরাক উপত্যকার সহ সারা উত্তর-পূর্বের ছাত্ররা এতে অংশ নিক। ”

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিতর্কের ফাইনালে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন নাগাল্যান্ডের রাজ্যপাল তথা নাগা শান্তি আলোচনার মধ্যস্থতাকারী আরএন রবি। এছাড়াও বিতর্কে থাকবেন পার্থসারথি চন্দ, নীলাঞ্জন রায় প্রমূখ প্রথিতযশা তার্কিকরা।

Comments are closed.