Also read in

কালাইন আদর্শ বিদ্যাপীঠের অধ্যক্ষ পথ দুর্ঘটনায় নিহত, ঘাতক ট্রাককে গুমড়াতে আটকালো পুলিশ

আজ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কালাইন আদর্শ বিদ্যাপীঠের অধ্যক্ষ ৫৫ বছর বয়স্ক মনানন্দ রায়। দ্রুত ধাবমান একটি লরি তাকে ধাক্কা মেরে মেঘালয়ের দিকে ছুটে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে আজ সকালে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি অনুযায়ী, অধ্যক্ষ রায় সাইকেল নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন, তখনই এই দুঃখজনক ঘটনাটা ঘটে। স্থানীয় জনতা ট্রাকটিকে আটকাবার জন্য পিছু ধাওয়া করে, কিন্তু সফল হয়নি। আদর্শ বিদ্যাপীঠ এর অধ্যক্ষ মনানন্দ রায় মূলত কালাইন ভৈরব পুর এলাকার বাসিন্দা । তবে পেশাগত কারণে তিনি কালাইন এলাকাতেই ঘর ভাড়া নিয়ে থাকতেন।

লরিটি পালিয়ে যেতে সক্ষম হলেও কাছাড় পুলিশ সাথে সাথে আশপাশের বিভিন্ন চেক গেইটে খবর দেয়। কালাইন পুলিশ আউট পোস্ট এর ইনচার্জ সার্সিং টেরং জানিয়েছেন যে, “আমরা ১৪ চাকার ট্রাকটিকে গুমড়া এলাকায় আটকাতে সক্ষম হয়েছি। তবে ট্রাকের চালক এবং সরকারি পালিয়ে যেতে সক্ষম হয় । এই ট্রাকটি গুয়াহাটিতে রেজিস্ট্রেশন করা হয়েছে।” তিনি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কালাইন এলাকায় পথ দুর্ঘটনা অহরহ ঘটে চলেছে। স্থানীয় জনগণ মাত্রাতিরিক্ত পথদুর্ঘটনায় প্রতিটি গাড়ির চালকের লাইসেন্স পরীক্ষা এবং নেশাগ্রস্থ কিনা তা পরীক্ষা করার দাবি রেখে আসছেন অনেক দিন ধরে।

Comments are closed.