কালাইনের শিক্ষক চিরঞ্জীব নাথ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন
২৬ বর্ষীয় শিক্ষক আজ ৬ নং জাতীয় সড়কে কালাইনের পাশে ব্রাহ্মণগ্রামে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। নিহত শিক্ষক চিরঞ্জিত নাথ কালাইনের ভৈরবপুর নাথপাড়া গ্রামের বাসিন্দা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ সকাল নটায় দুর্ঘটনাটি ঘটে। চিরঞ্জিত মোটর সাইকেলে করে যাওয়ার সময় একটা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ব্রাহ্মণ গ্রাম এলাকায়; ঘটনাস্থলেই মৃত্যু ঘটে চিরঞ্জিতের।
এই দুর্ঘটনার পরই স্থানীয় লোকেরা বিশাল সংখ্যায় ঐ রাস্তায় জড়ো হয় ,ফলে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশের কাছে এই দুর্ঘটনার খবর পৌঁছলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ককে যানজট মুক্ত করে এবং মৃত দেহকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। মোটরসাইকেল ও অটোরিকশা পুলিশ চৌকিতে নিয়ে আসা হয়।
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, অটোরিকশার বেপরোয়াভাবে চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে। তারা আরো জানান যে, এই রাস্তায় প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং এগুলো বেশিরভাগই অটো চালকদের বেপরোয়া চালানোর জন্য। উপযুক্ত কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না, অভিযোগ জানান স্থানীয়রা।
Comments are closed.