Also read in

ব্যবসায়ী কমিটির বিচারে কালীপুজোয় যুগ্মভাবে প্রথম মালুগ্রামের অ‍্যাপসলস্ এবং জানিগঞ্জ

বিজনেস অ্যাসোসিয়েশন কো-অর্ডিনেশন কমিটি এ বছরের কালীপুজোর পুরস্কার ঘোষণা করল। এতে যুগ্মভাবে প্রথম পুরস্কারপাচ্ছে দ্য অ‍্যাপসলস্ , মালুগ্রাম ও জানিগঞ্জ কালী পূজা কমিটি, জানিগঞ্জ।

দ্বিতীয় পুরস্কারের তালিকায় রয়েছে ঘুঙুর কালীবাড়ি, সোনাই রোডের কল্লোল সংঘ কালীপূজা কমিটি, মালুগ্রাম কাছাড় হাইস্কুল রোডের পূজা কমিটি, জানিগঞ্জের স্পিরিট ইউনিয়ন এবং কনকপুরের শ্যামানন্দ লেনের ঈশান দূত ক্লাব।

কমিটির বিচারে তৃতীয় স্থান পেয়েছে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, তারাপুর মোটর স্ট্যান্ড, শ্রী দুর্গা সরণী কালীবাড়ি, শিলচর ব্যায়াম বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন রোডের তারাশঙ্কর মন্দির।

‘স্বচ্ছ ভারত’ কালীপূজার বিশেষ পুরস্কারটি পেয়েছে মালুগ্রামের অ‍্যাপসলস্ কালীপূজা কমিটি।

গুণীজন হিসেবে হিসেবে সংবর্ধিত হবেন মেহেরপুরের প্রহ্লাদ নাথ, মালুগ্রাম অ‍্যাপসলস্ ক্লাবের পার্থঙ্কর চৌধুরী ও অর্চিতেন্দু দাস।

অ‍্যাপসলস ক্লাব সম্বন্ধে জানতে হলে এখানে ক্লিক করুন

Comments are closed.

error: Content is protected !!