
সুস্মিতা তৃণমূলেই, আরও ‘সুস্মিতা’-র খোঁজে কংগ্রেস
তৃণমূলে যোগ দিচ্ছেন সুস্মিতা দেব। সকালেই তিনি কলকাতায় পৌঁছেছেন। অল্প সময়ের মধ্যেই অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। এমনকী তৃণমূল নেত্রীর সঙ্গেও সন্তোষ-কন্যার ‘দেখা’ হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের ‘খেলা হবে’ দিবসেও উপস্থিত থাকবেন সুস্মিতা বলেই জানা গেছে।
এদিকে সুস্মিতার কংগ্রেস ছাড়ার পরই কাছাড়-সহ বরাক উপত্যকায় কংগ্রেসের সংগঠনের কী হবে, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এক বড় সংখ্যায় কর্মীরা দল ত্যাগ করতে পারেন, এমন সম্ভাবনা উঁকি দিচ্ছে। এই আবহেই মঙ্গলবার কাছাড় জেলায় কংগ্রেসের একটি সভা ডেকেছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ। ওই সভার উপস্থিতি দেখেই কাঁরা কংগ্রেসে থাকবেন আর কাঁদের দল ত্যাগের সম্ভাবনা রয়েছে তা পরখ করে নিতে চাইছেন কমলাক্ষ বলেই খবর। মঙ্গলবারের সভায় অনুপস্থিত থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে প্রদেশ কংগ্রেস।
অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা জানিয়েছেন, সুস্মিতার দল ছাড়ায় কংগ্রেসের ক্ষতি হলেও আরও ‘সুস্মিতা’ তুলে আনতে প্রস্তুত তাঁরা। তাঁর মন্তব্য, কেবল একবার ভোটে হেরেই হতাশার গ্রাসে চলে গিয়েছিলেন সুস্মিতা। গত কয়েকদিন তাঁর কথাবার্তা শোনে সেটাই বোঝা যাচ্ছিল। আসলে নিজেকে বটগাছ ভেবেছিলেন, কিন্তু হালকা বাতাসেই যে উপড়ে যাবেন সেটা ভাবেননি সুস্মিতা বলে হাল্কা কটাক্ষ ভূপেনের। অবশ্য শিলচরের প্রাক্তন সাংসদের সঙ্গে তাঁর ভাই-বোনের মত সম্পর্ক, এ-ও বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এবার সুস্মিতা কোন দলে যাবেন সেটা একান্তই তাঁর ব্যক্তিগত সম্পর্ক, উক্তি ভূপেনের।
Comments are closed.