ভয়ঙ্কর পথদুর্ঘটনায় আহত করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ
ভয়াবহ দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শ্যামলানন্দজি। মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন মহারাজ সহ আরো কয়েকজন।
রামকৃষ্ণ মিশন সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ করিমগঞ্জ জেলার শ্রীগৌরী এলাকায় উল্টো দিক থেকে আসা এক গাড়ির সঙ্গে রামকৃষ্ণ মিশনের গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িতে বসা মহারাজ এবং ড্রাইভার আহত হন। উল্টো দিক থেকে আসা যে গাড়িটি ধাক্কা মারে তার ড্রাইভার এবং যাত্রীরাও গুরুতর ভাবে আহত হয়েছেন।
ঘটনার সঙ্গে সঙ্গেই এলাকাবাসীর এগিয়ে আসেন এবং আহতদের শ্রী গৌরী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শ্রী গৌরীতে প্রাথমিক চিকিৎসার পর আহতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয় ।
করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের তরফে পূর্ণ মহারাজ জানিয়েছেন, স্বামী শ্যামলানন্দজি মহারাজ শিলচর শহর ছেড়ে মঙ্গলবার সকালে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তার সঙ্গে আরো দুজন লোক ছিলেন। বদরপুর শ্রী গৌরী এলাকায় একটি মোড়ে হঠাৎ করে বিপরীত দিক থেকে একটি গাড়ি সজোরে রামকৃষ্ণ মিশনের বলেরো গাড়িকে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির যাত্রীরাই আহত হয়েছেন। মহারাজ আপাতত বিপদমুক্ত বলে জানা গেছে, গাড়ির ড্রাইভারকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
চিকিৎসকদের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী, যে গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়েছে সেটার যাত্রীদের আঘাত বেশ গুরুতর ।
করিমগঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অসাবধানতাবশতই সংঘর্ষটি হয়েছে। করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশে সাধারণ গাড়ি রাস্তায় বেরোচ্ছে না। রামকৃষ্ণ মিশনের সেবামূলক কাজের দরুন তারা গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন। বিপরীত দিক থেকে আসা গাড়িটিও কোন বিশেষ কারণে যাচ্ছিল। সড়ক খালি থাকায় হয়তো একটু বেশিই ছিল গতি, ফলে সংঘর্ষটি হয়েছে। তবে ঘটনায় কারো মৃত্যু হয়নি এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
Comments are closed.