Also read in

ইফতারের জিলিপি কেনা নিয়ে বাকবিতন্ডা: নাগাল্যান্ডে খুন করিমগঞ্জ, ব্রাহ্মণশাসনের জহুর উদ্দিন

এক দুঃখজনক ঘটনায় নাগাল্যান্ডের মন জেলায় খুন হলেন করিমগঞ্জ জেলার নিলামবাজার, ব্রাহ্মণ শাসনের জহুর উদ্দিন । অভিযোগ, খুন হলেন নিজের জেলারই চরগোলা নেয়াইরগ্রামের বাসিন্দা নাগাল্যান্ডের বস্ত্র ব্যবসায়ী আব্দুল লতিফের হাতে।

ঘটনার বিবরণে প্রকাশ, নাগাল্যান্ডের মন জেলার ডেইলি বাজারের হার্ডওয়ার দোকানী জহুর উদ্দিন ইফতারের জন্য জিলিপি ক্রয় করতে নিকটবর্তী এক দোকানে গেলে সেখানে বস্ত্র ব্যবসায়ী আব্দুল লতিফের সঙ্গে জিলিপি ক্রয় নিয়ে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বস্ত্র ব্যবসায়ী আব্দুল লতিফ এবং তার ছেলে রুহুল আহমেদ মিলে জহুর উদ্দিনের মাথায় মারাত্মকভাবে আঘাত করে। দোকানেই লুটিয়ে পড়েন জহুর উদ্দিন, রক্তাক্ত অবস্থায় পুলিশ এসে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু আঘাত গুরুতর থাকায় ডিব্রুগড় মেডিকেল কলেজে রেফার করে পিএইচসি। বৃহস্পতিবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করেন । বস্ত্র ব্যবসায়ী পিতা- পুত্রকে আটক করেছে নাগাল্যান্ড পুলিশ।

শুক্রবার মৃতদেহ নিলাম বাজারের ব্রাহ্মণশাসনে গ্রামের বাড়িতে এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পূর্ব শত্রুতার ফলেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে জহুর উদ্দিনকে।

হতভাগ্য জহুর উদ্দিনের চার শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।

Comments are closed.