বিজয় মিছিলে সড়ক দুর্ঘটনা থেকে বরাতজোরে রক্ষা পেলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ
কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি সংবর্ধনা নিতে বিজয় মিছিল করে দক্ষিণ হাইলাকান্দি সফরের সময় সড়ক দুর্ঘটনা থেকে বরাতজোরে রক্ষা পেলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ।
মংগলবার দুপুরে দক্ষিণ হাইলাকান্দিতে যাওয়ার পথে লালার কৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কে সাংসদ কৃপানাথ মালাহ’র বিজয় র্যালিতে আচমকা ওই দুর্ঘটনার ঘটে। যদিও কেউ হতাহত হন নি। সাংসদ কৃপানাথের হুড খোলা জিপ গাড়িটি হঠাৎ সামনের পুলিশের এসকর্ট গাড়িতে ধাক্কা মারে । আর তখন পেছনের একটি স্কোরপিও এসে সাংসদের গাড়িতে জোরে ধাক্কা মারে। এতে স্কোরপিওটি ক্ষতিগ্রস্ত হলেও কারও কিছুই হয় নি বলে জানা গেছে।
এদিকে এদিন কাটলিছড়া বিধানসভা এলাকায়
সংবর্ধনার জোয়ারে ভাসেন করিমগঞ্জের নবনির্বাচিত সাংসদ কৃপানাথ মালাহ। ভোটার জনগনকে কৃতজ্ঞতা জানাতে সাংসদ মালাহ এদিন দক্ষিণ হাইলাকান্দি সফর করেন। লালা থেকে মিজোরাম সীমান্তের রামনাথপুর, আর কিল্লারবাক থেকে কাটাখাল নদীর পূর্বতীরবর্তী চা বাগান এলাকার বিভিন্ন স্থানে তোরণ বানিয়ে নবনির্বাচিত সাংসদকে অভ্যর্থনা জানানো হয়। বিভিন্ন জায়গায় উত্তরীয়, পুস্পস্তবক সহ নানা উপহার সামগ্রী দিয়ে তাকে বিপুল সংবর্ধনা জানানো হয়। মালাহ’র সাথে এদিন অন্যান্যদের মধ্যে জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ, চৌধুরী চরন গৌড় সহ বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা ছিলেন।
Comments are closed.