আবার ধরা পড়ল বাংলাদেশি যুবক, এবার পাথারকান্দিতে
এবার সফলতা পেল পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল করিমগঞ্জের পাথারকান্দি পুলিশ গ্রেপ্তার করে এক বাংলাদেশি যুবককে । অনেকদিন ধরে অবৈধ ভাবে সে ভারতে বসবাস করছিল।
ধৃত যুবকের নাম জসিম উদ্দীন, তার আসল বাড়ি বাংলাদেশের সিলেট জেলার গোপালবাড়ি অঞ্চলে। গত ২০ বছর ধরে সে আসামের হোজাই জেলায় বসবাস করে আসছিল। ভারতে এসে সে ভারতীয় নাগরিক হিসেবে বিভিন্ন ধরনের নথিপত্রও জোগাড় করে নিয়েছিল।পুলিশ তার কাছ থেকে একটি ভোটার আইডি ও পেন কার্ড উদ্ধার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে ৯ বৎসর বয়সে সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল।
তার পিতার নাম হল প্রয়াত আব্দুল খালিক। গত ২০ বছর ধরে সে হোজাই জেলার লংকা থানার ফুলতলি গ্রামে বসবাস করে আসছিল। অবৈধভাবে মামা কটই মিয়াকে পিতা সাজিয়ে ভোটার তালিকা সহ বিভিন্ন সরকারি নথিপত্রে নাম অন্তর্ভূক্ত করে নিয়েছিল সে।
এই ব্যাপারে পুলিশি তদন্ত চলছে, আশা করা যাচ্ছে যে অন্যান্য যোগসাজশের খবরও এই সূত্রে পাওয়া যেতে পারে। তদন্ত সঠিক পথে চললে সে কাদের সহায়তায় অবৈধভাবে এতসব নথিপত্র সংগ্রহ করতে সক্ষম হল তারও হদিশ মিলতে পারে।
Comments are closed.