করিমগঞ্জের সেই রিক্সা চালক আহমেদ আলি দিল্লিতে বক্তা হিসেবে আমন্ত্রিত
সেই অশীতিপর বৃদ্ধ রিকশাচালক আহমেদ আলিকে মনে পড়ে! যিনি নিজে নিরক্ষর হয়েও নয়টি স্কুল প্রতিষ্ঠা করে জাতীয় সংবাদ মাধ্যমে খবর হয়ে উঠেছিলেন। আকাশবাণীর ‘মন্ কি বাত’ অনুষ্ঠানে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। “আমি জানতে পেরেছি আসামের করিমগঞ্জ জেলার আহমেদ আলি নামক রিক্সা চালক গরিব শিশুদের শিক্ষার জন্য ৯টি স্কুল খুলেছেন। এটা আমাদের দেশের জনগণের ইচ্ছাশক্তির এক সুন্দর প্রকাশ”, বলেছিলেন প্রধানমন্ত্রী।
তারপর থেকেই আহমেদ আলি এক অনুপ্রেরণার নাম। ৮২ বৎসর বয়সের নিরক্ষর আহমেদ আলি যেভাবে শিক্ষার মর্ম উপলব্ধি করতে পেরেছিলেন,, তা সত্যিই অতুলনীয়।
সেই আহমেদ আলি এবার দিল্লি যাচ্ছেন এক এনজিও যুক্ত’র আমন্ত্রণে । দিল্লিতে যুক্ত’র সান্ধ্যকালীন অধিবেশনে ‘একটা ইচ্ছা শক্তি যা বিপ্লবের সৃষ্টি করলো’ শীর্ষক আলোচনায় তাঁর বক্তব্য রাখবেন। অধিবেশনটি হচ্ছে আগামী ২৫শে নভেম্বর দিল্লির ওবেরয় অ্যাপার্টমেন্টে। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন সিবিইসি’র প্রাক্তন চেয়ারম্যান সুমিত দত্ত মজুমদার।
‘যুক্ত’ হচ্ছে জেনারেল ডায়নামিকসের প্রাক্তন প্রধান সুবিমল ভট্টাচার্য এবং উনার স্ত্রী জয়িতা ভট্টাচার্যের যৌথ উদ্যোগ। “আহমেদ আলি খান আমাদের বরাক উপত্যকার অনুপ্রেরণা এবং এমন এক ব্যক্তি যিনি নিজে নিরক্ষর হয়েও শিক্ষার মর্ম উপলব্ধি করে নি:স্বার্থভাবে কাজ করেছেন”, বললেন যুক্ত’র ডাইরেক্টর এবং সহযোগী প্রতিষ্ঠাতা ভট্টাচার্য।
আহমদ আলি করিমগঞ্জ জেলার পাথারকান্দি অঞ্চলের বাসিন্দা। প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার পর তিনি আমাদের বরাক বুলেটিনের প্রতিনিধি অদ্বয় পুরকায়স্থকে আবেগাপ্লুত হয়ে বলেছিলেন যে, “আমার প্রতিষ্ঠিত স্কুলের নাম পড়তে পারি না কারণ আমি নিরক্ষর, এতে আমার খুবই দুঃখ হয়।”
আহমেদ আলি সম্বন্ধে জানতে ক্লিক করুন এখানে
আমাদের ইউটিউব লিংক হচ্ছে
শীর্ষক : প্রধানমন্ত্রী তার বক্তব্যের সপ্তম মিনিটে আহমেদ আলির কথা উল্লেখ করেছেন
https://youtu.be/kEy3gILUK6g
Comments are closed.