Also read in

দেশবিরোধী ফেসবুক পোস্টের জন্য গ্রেফতার হল করিমগঞ্জের আব্দুল ওয়াহিদ

পাকিস্তানের সমর্থনে এবং ভারতের বিরুদ্ধে ফেসবুকে বারবার পোস্ট দেওয়ার কারণে গ্রেফতার করা হলো আব্দুল ওয়াহিদকে। আব্দুল করিমগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

ভারতে বাস করলেও পাকিস্তানের সমর্থনে এবং নিজের দেশের বিরুদ্ধে ফেসবুকে একের পর এক উস্কানিমূলক স্ট্যাটাস আপলোড করছিল বলে আব্দুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়, অভিযোগে আরো প্রকাশ, সে ক্রমাগত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধেও বারবার অশালীন মন্তব্য করেছে।

এই অবস্থায় পুলিশ বাধ্য হয় তাকে গ্রেফতার করতে। করিমগঞ্জের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় প্রচারমাধ্যমকে বলেন যে আব্দুল ক্রমাগত ফেসবুকে বিতর্কিত এবং উস্কানিমূলক পোস্ট দিচ্ছিল বলে পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তাকে গ্রেফতার করেছে।

জানা গেছে, শুধু এবারই নয়, এর আগেও আব্দুল ফেসবুকে নিয়মিত বিভিন্ন বিতর্কিত পোস্ট দিত। এবার তার স্ট্যাটাসে সে উল্লেখ করেছে যে পাকিস্তান অস্ত্রশস্ত্র সমেত যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। পরমাণু বোমার সাহায্যে পাকিস্তান খুব শিগগিরই ভারতকে ধ্বংস করবে বলে সে উল্লেখ করে। তার বিরুদ্ধে অনেকেই পুলিশ থানায় অভিযোগ করেন। অবস্থা বেগতিক দেখে সে পালিয়ে বেড়ায়। কিছুদিন ধরে খোঁজাখুঁজির পর পুলিশ তাকে মঙ্গলবার গ্রেফতার করতে সমর্থ হয়।

এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না পুলিশ তাও খতিয়ে দেখছে। তাকে সদর থানায় রাখা হয়েছে এবং আজ কোর্টে পেশ করা হবে বলে জানা যায়।

Comments are closed.