Also read in

প্রিমিয়ার কাপে সাউদার্ন জোনের চ্যাম্পিয়ন করিমগঞ্জের মাইজডিহি, রানারআপ হিসেবে ফাইনাল জোনে ইন্ডিয়া ক্লাব

প্রিমিয়ার কাপে সাউদার্ন জোনের চ্যাম্পিয়ন করিমগঞ্জের মাইজডিহি, রানারআপ হিসেবে ফাইনাল জোনে ইন্ডিয়া ক্লাব
৬ মার্চ : শিলচরের ইন্ডিয়া ক্লাব ও করিমগঞ্জের মাইজডিহি দুটি দলই অসম প্রিমিয়ার ক্লাব কাপের ফাইনাল রাউন্ডের ছাড়পত্র আদায় করে নিয়েছিল। তারপরও কিন্তু শনিবার সাউদার্ন জোনের ফাইনাল ম্যাচ টির যথেষ্ট গুরুত্ব ছিল। কারণ এখানে যারা চ্যাম্পিয়ন হবে তারা জোনাল চ্যাম্পিয়ন হিসেবে পাবে দেড় লক্ষ টাকা। আর যারা হারবে তারা রানারআপ হিসেবে পাবে এক লক্ষ টাকা। তাই লড়াইটা হাড্ডাহাড্ডি হবার প্রত্যাশা ছিল। এমন একটা প্রেক্ষাপটে বাজিমাত করলো করিমগঞ্জের চ্যাম্পিয়ন মাইজডিহি। আন্ডার ডগ হিসেবে খেলতে নেমে তারা হারিয়ে দিল ফেবারিট ইন্ডিয়া ক্লাবকে। শনিবার সাউদার্ন জোনের হাই স্কোরিং ফাইনালে ১৬ রানে জয়লাভ করে মাইজডিহি।

এদিন সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মাইজডিহি। তারা নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানের বিশাল স্কোর খাড়া করে। অর্ধশতরানের ইনিংস খেলেন বিজয় দেব ৭৩। এছাড়াও ভালো ব্যাটিং করেন কৃষ্ণেন্দু দাস (৪১), লিয়াকৎ আহমেদ (৩৪), সুমন রঞ্জন দাস (২৯), আব্দুস সালাম (১৮) এবং দীপঙ্কর আদিত্য (১৬)। অতিরিক্ত ১৮। দুটি করে উইকেট নেন চন্দ্র দাস, অমরজ্যোতি কলিতা ও পারভেজ মোশারফ।

জবাবে ৮ উইকেটে ২৩০ রানে আটকে যায় ইন্ডিয়া ক্লাব। রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার পারভেজ মোশাররফ ও গোবিন্দ রাজবংশী কে হারায় শিলচরের চ্যাম্পিয়নরা। গোটা মরশুমে দুরন্ত ফর্মে থাকা পারভেজকে হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে যায় ঘরোয়া দল। বহু যুদ্ধের ঘোড়া রেহান জামিল মজুমদার ও চরম ব্যর্থ হন। এরপরও মিডল অর্ডারে দেবাশীষ শইকীয়া ও সাদেক ইমরান চৌধুরীর পার্টনারশিপে লড়াইয়ে দারুণভাবে ফিরে এসেছিল ইন্ডিয়া ক্লাব। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ বলে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলেন দেবাশীষ।

সাদিক করেন ৩০। এছাড়া উল্লেখযোগ্য রান পান প্রশান্ত কুমার ৩০, আরমান খান ২২ ও রুদ্রজিত ডেকা ১৪। ২৮ ওভার এর শেষে ইন্ডিয়া ক্লাবের স্কোর ছিল ৩ উইকেটে ১৬২। কিন্তু লোয়ার অর্ডার চাপ নিতে ব্যর্থ হওয়ায় লক্ষ্য থেকে দূরেই আটকে যায় শিলচরের চ্যাম্পিয়নরা। তিনটি করে উইকেট নেন অমিতাভ দাশ ও বিজয় দেব।

এবার ইন্ডিয়া ক্লাব ও মাইজডিহি দুটি দলই অসম প্রিমিয়ার কাপের ফাইনাল রাউন্ডে অংশ নেবে। তবে এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

Comments are closed.