Also read in

অস্কারের দৌড় থেকে ছিটকে গেলেও সাড়া জাগালো করিশমা দেব দুবের "বিট্টু"

এই বছর অস্কারের শর্টলিস্টে একমাত্র ভারতীয় আশা ছিল করিশমা দেব দুবের ১৭ মিনিটের শর্ট ফিল্ম বিট্টু। বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে শেষ দশে স্থান করে নিয়েছিল বিট্টু। তবে নমিনেশনের প্রথম পাঁচে জায়গা করে নিতে পারেনি, আর সেই সঙ্গেই শেষ হয়ে গেল এই বছরের অস্কারে ভারতের আশা। দেশের অফিশিয়াল এন্ট্রি হিসেবে পাঠানো হয়েছিল মালায়ালাম সিনেমা জাল্লিকাট্টু-কে। তবে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে সেটা শর্টলিস্টেই যায়গা করতে পারেনি। এরপর একমাত্র আশা হিসেবে ভারতের ধ্বজা সেখানে ধরে এগিয়ে ছিল বিট্টু এবার সেটাও শেষ। তবে ৯৩তম অস্কার পুরস্কারের শেষ দশে জায়গা করে নেওয়ায় সারা বিশ্বের ফিল্ম নির্মাতা এবং দর্শকদের নজর কাড়তে সমর্থ হয়েছে বিট্টু।

শিলচরে বসে এগুলো কথা বলার একটি বিশেষ কারণ রয়েছে, নিদের্শক করিশমা দেব দুবের সঙ্গে শিলচরের একটা সম্পর্ক রয়েছে। তিনি সন্তোষ মোহন দেবের নাতনি, সুস্মিতা দেব তার মাসি। একসময় শিলচরে থেকেছেন করিশমা এবং তার ফটোগ্রাফি অত্যন্ত প্রশংসিত হয়েছে। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আকৃষ্ট ছিলেন এবং অতি অল্প বয়সেই অস্কারের মত প্লাটফর্মে নজর কাড়তে সমর্থ হয়েছেন তিনি।

১৭ মিনিটের শর্ট ফিল্ম বিট্টু ২০১৩ সালের বিহারের এক সরকারি বিদ্যালয়ে হওয়া খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় উপর নির্মিত। ইন্ডিয়ান ওমেন রাইজিং (আইডব্লুআর) শর্ট ফিল্মটির প্রেজেন্টার। এতে রয়েছে একতা কাপুর, তাহেরা কাশ্যপ খুরানা, গুরনিত মোঙ্গা, রুচিকা কাপুরের মত নাম।

যে পাঁচটি শর্ট ফিল্ম অস্কারের নমিনেশন পেয়েছে সেগুলো হচ্ছে, ‘ফিলিং থ্রো’, ‘দা লেটার রুম’, ‘দা প্রেসেন্ট’, ‘দা ডিসট্যান্ট স্ট্রেঞ্জার’ এবং ‘হোয়াইট আই’। ২৫ এপ্রিল অস্কার পুরস্কার ঘোষণা হবে এবং এতে আপাতত ভারতের কোন প্রতিনিধিত্ব থাকছে না।

অস্কারের দৌড়ে পৌঁছানোর আগে বিশ্বের তাবড় তাবড় ফিল্ম ফেস্টিভ্যালে সম্মান কুরিয়েছে বিট্টু। গত বছর স্টুডেন্ট একাডেমি অ্যাওয়ার্ড সম্মান পাওয়ার পাশাপাশি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল সহ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা সমালোচকদের কাছে প্রশংসা পেয়েছে। অস্কারে নমিনেশন না পেলেও প্রশংসা পেয়েছে এই ভারতীয় শর্টফিল্মটি।

করিশমা দেব দুবে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। তার দিদি শ্রেয়া দেব দুবে একজন সিনেমাটোগ্রাফার, তিনিও বিভিন্ন প্রশংসাপ্রাপ্ত সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন। বিট্টু অস্কারের শর্ট লিস্টে স্থান পাওয়ার পর তার মাসি সুস্মিতা দেব সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

Comments are closed.

error: Content is protected !!