কীর্তি জল্লি, আইএএস কাছাড় জেলার উপায়ুক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন
কাছাড় জেলার ডেপুটি কমিশনার অফিসে পালাবদল ঘটলো, আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কাছাড়ের জেলা উপায়ুক্ত হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কীর্তি জল্লি,আই এ এস । দায়িত্বভার সমঝে দেন বিদায়ী জেলা শাসক বর্ণালী শর্মা।
বর্ণালী শর্মা তৎকালীন জেলাশাসক লয়া মাদ্দুরির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছিলেন এই বছরেরই ৬ই জানুয়ারি তারিখে। মাত্র চার মাস কাছাড় জেলায় উপায়ুক্ত হিসেবে কাজ করার পর তাকে শ্রম ও কর্মসংস্থান বিভাগের সঞ্চালক হিসেবে বদলি করা হল। অবহিত মহল মনে করছেন, আজমের থেকে কাছাড় জেলায় আসা বাস যাত্রীদের মধ্যে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় তোপের মুখে পড়লেন এই জেলাশাসক।
এর আগে কীর্তি জল্লি আজ সকালে হাইলাকান্দির জেলা উপায়ুক্তের দায়িত্বভার অর্পণ করে আসেন তরুণ (৩২) আই এ এস অফিসার মেঘা নিধি দাহাল এর হাতে। গতকালই দিসপুর থেকে ‘জনস্বার্থে’ এই বদলির আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, কীর্তি জল্লি হাইলাকান্দির জেলা শাসক হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং অনেক কৃতিত্ব লাভ করেছিলেন। বরাক বুলেটিনের সাথে বদলির ব্যাপারে কথা বলতে গিয়ে কীর্তি জল্লি গতকাল বলেছিলেন , “আমরা সবাই একসাথে কাজ করব”। কোভিড ১৯ সংক্রমণ নিয়ে কাছাড় জেলা বর্তমানে এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে বললে জল্লি আমাদের প্রতিনিধিকে বলেন, ”প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”।
নতুন জেলা উপায়ুক্তের আগমনে সামাজিক মাধ্যমগুলোতে সন্তোষ প্রকাশ করেছেন কাছাড় জেলার জনগণ।
Comments are closed.