Also read in

অন্নপূর্ণাঘাটে পা-পিছলে তলিয়ে গেল কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র, রাতে খুঁজতে পারবে না জানালো এসডিআরএফ

দোল উৎসবে রং-খেলায় অংশ নিতে সোমবার দুপুরে নিজের দাদার সঙ্গে ঘর থেকে বেরিয়েছিল বিবেকানন্দ রোডের ছেলে বিবেক দেব। শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র বিবেকের বয়স মাত্র ১৬ বছর, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়াশোনা করে। দুপুর বারোটা নাগাদ ঘর থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধব এবং পরিচিত জনের সঙ্গে রং খেলে। এরপর বাড়ি ফেরার আগে বিকেল চারটে নাগাদ অন্নপূর্ণা ঘাটে হাত পা ধোয়ার জন্য গেছিল বিবেক দেব। তবে হঠাৎ করে পা পিছলে নদীতে পড়ে যায় সে এবং সঙ্গে সঙ্গেই তলিয়ে যায়। আশেপাশের মানুষ তৎক্ষণাৎ সেখানে জড়ো হন এবং তাকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই পাওয়া যায়নি। খবর দেওয়া হয় পুলিশ এবং এসডিআরএফ বাহিনীকে। তারা এসে কিছুক্ষণ খোঁজাখুঁজি করেন এবং সন্ধ্যা হয়ে যাওয়াতে বলেন, রাতে খোঁজা তাদের দ্বারা সম্ভব নয়।

তার পরিবারের সদস্যরা এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং প্রত্যেক ব্যক্তির কাছে সাহায্য চাইছেন, যদি কেউ কোনভাবে তাকে দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়ার জন্য। বিবেকের বাড়ি বিবেকানন্দ রোড ২৭ নম্বর গলিতে, তার বাবার নাম বিপুল কুমার দেব। তার বড় ভাই এবং পরিবারের সদস্যরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্নপূর্ণা ঘাট সংলগ্ন এলাকায় বারবার খোঁজার চেষ্টা করেছেন। কিছুতেই সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, কিছুদিন আগেও এভাবে অন্নপূর্ণাঘাট সংলগ্ন এলাকায় এক যুবতী জলে ঝাপ দিয়েছিল। সুরক্ষা বাহিনীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। নব নির্মিত সেতুর পাশে যে এলাকায় যুবতী ঝাঁপ দিয়ে ছিলেন সেখানেই তার মৃতদেহ উদ্ধার করেন এলাকার মানুষ। সেদিন যুবতীটি রাতের বেলা ঝাঁপ দিয়েছিল এবং এসডিআরএফ বাহিনী জানিয়েছিলেন, তাঁরা রাতের বেলা খুঁজতে সমর্থ নন। একইভাবে বদরপুরে এক ছাত্রী জলে তলিয়ে গিয়েছিল এবং তাদের খোঁজার জন্য বাংলাদেশ সরকারের কাছে সাহায্য চেয়েছিল করিমগঞ্জ প্রশাসন। অথচ যেখানে সে তলিয়ে যায় সেখান থেকেই মৃতদেহ উদ্ধার হয়। এসডিআরএফ বাহিনী খোঁজাখুঁজি করেও তাদের দেখতে পায়নি।

আজ আরেক যুবক জলে তলিয়ে গেছে এবং এসডিআরএফ বাহিনীরা একই কথাই বলেছেন, তারা রাতে খুঁজতে পারবেন না। কোনও ব্যক্তি জলে তলিয়ে গেলে তাকে খোঁজার জন্য দিনের আলোর অপেক্ষা করতে হয়, এতটাই কি অক্ষম আমাদের সুরক্ষা ব্যবস্থা? সোমবারের ঘটনায় আবার এই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে।

বিবেক দেবের পরিবারের সদস্যরা প্রত্যেক ব্যক্তির কাছে অনুরোধ জানিয়েছেন, তাদের ছেলেকে খোঁজার জন্য সাহায্য করতে। “কেউ যদি তাকে জলের আশেপাশে দেখতে পান তাহলে তাকে উদ্ধার করতে সাহায্যের হাত বাড়িয়ে দিন,” এমনটাই অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Comments are closed.