বেঙ্গালুরুতে বরাকের যুবককে খুন করেছিল তারই সহকর্মী সহকর্মী অজিত
দক্ষিন ভারতের ব্যাঙ্গালুরুতে মঙ্গলবার রাতে হাইলাকান্দির সহিদুল ইসলাম ও নগাঁওয়ের বিক্রম বরা’র খুনীকে পাকড়াও করেছে ব্যাঙ্গালুরু পুলিশ ।
জানা গেছে, অসমের দুই যুবকের হত্যাকারী অজিত কুমারকে বৃহস্পতিবার ব্যাঙ্গালুরু পুলিশ পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। প্রাথমিক জেরায় অজিত কুমার পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছে বলে খবর পাওয়া গেছে । পুলিশি জেরায় সে হত্যার কথা স্বীকার করে বলে, সেদিন রাতে তারা একই সাথে ডিউটিতে ছিল। গভীর রাতে সহিদুল ও বিক্রমকে হত্যা করে পলায়ন করে অজিত কুমার। ঘটনাস্থল থেকে প্রায় ২০কি মি দূরে গিয়ে আত্মগোপন করে সে।।
ব্যাঙ্গালোর পুলিশ মোবাইল টাওয়ারের লোকেশন থেকে তাদের অবস্থান নিশ্চিত হয় বৃহস্পতিবার হত্যাকারী অজিত কুমারকে পাকড়াও করে।
তবে কেন সে সহকর্মীদের হত্যা করেছে তা অবশ্য জানা যায় নি।। হত্যাকারি অজিত কুমারের ঘর ব্রহ্মপুত্র উপত্যকায় বলে সুত্রটি ব্জানিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে ব্যাঙ্গালুরুর একটি কনস্ট্রাকশন কোম্পানির গেইটের ভেতর প্রহরার কাজে নিয়োজিত থাকা অবস্থায় খুন হন সহিদুল ইসলাম ও বিক্রম বরা । কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালুরুর ডডামা টেম্পল, সিটি ভ্যালি কনস্ট্রাকশন কোম্পানির সিকিউরিটি তে কর্মরত ছিলেন হাইলাকান্দি জেলার নিতাইনগর দ্বিতীয় খন্ড গ্রামের আকবর আলী মজুমদারের পুত্র সহিদুল ইসলাম মজুমদার এবংনগাঁও জেলার দ্বাপাড়া কামপুরের কুহিমারি গ্রামের টংকেশ্বর বরার পুত্র বিক্রম বরা নামের দুই যুবক।।
To read the previous story we published click here
Comments are closed.