নতুনবাজারে ওভারটেক করতে গিয়ে এক ব্যক্তিকে হত্যা দুরন্ত টিপারের, আহত ৫
আবার টিপারের তাণ্ডবে প্রাণ গেল এক ব্যক্তির, সঙ্গে আরও পাঁচজন গুরুতর ভাবে আহত হয়ে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে শিলচর-আইজল জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের মতে একটি দ্রুতগামী টিপার যাত্রীবাহী মারুতি ভ্যানকে ওভারটেক করার সময় পিছন দিক দিয়ে জোরে ধাক্কা দেয়।
অপর দিক দিয়ে একটি মালবোঝাই ম্যাজিক গাড়ি বেরোচ্ছিল, মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোড়ে তাতে ধাক্কা মারে। এতে ম্যাজিক গাড়িটি উল্টে পড়ে যায় এবং এদিকে মারুতি ভ্যান প্রায় দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান রতন শর্মা নামের এক ব্যক্তি। এছাড়া আরো পাঁচজন আহত হয়েছেন, তারা প্রত্যেকেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোনাই বিধানসভা সমষ্টির অন্তর্গত নতুনবাজার এলাকায় শিলচর-আইজল রোডে সোমবার রাতে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। রাতের বেলা রাস্তায় গাড়িগুলো অত্যন্ত দ্রুত গতিতে চলে, এদিন যাত্রীভর্তি মারুতি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে জোরে ধাক্কা মারে টিপার। ফলত বাজারের কালীবাড়ির দিকে ম্যাজিক ট্রাকটি ঢোকার সময় পিছনের দিক থেকে আসা মারুতি ভ্যান সেটাকে জোরে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
দুমড়েমুচড়ে যাওয়া ভ্যান কেটে এতে আটকে পড়া আহত ব্যক্তিদের বের করা হয়। ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে আমড়াঘাট ও সোনাবাড়িঘাটের মৃত্যুঞ্জয় গাড়ি পৌছে। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০৮-এর তরফে দেওয়া তথ্য অনুযায়ী আহত ব্যক্তিরা হলেন রাজদীপ শর্মা, প্লাবন শর্মা, আব্দুল আহাদ, আব্দুল সামাদ ও আব্দুল শুকুর। এরা সকলেই স্থানীয় বাসিন্দা।
গত একবছরে দুরন্ত টিপারের ধাক্কায় অনেক মানুষ সড়কে প্রাণ হারিয়েছেন অথচ এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। এব্যাপারে সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদকর্মী প্রত্যেকেই বারবার প্রতিবাদ জানিয়েছেন কিন্তু কোন কাজ হয়নি। জনপ্রতিনিধিরা এব্যাপারে চুপ থাকেন, এতে দুষ্কৃতীরা আরও সাহস পায়।
Comments are closed.