Also read in

হাইলাকান্দিতে  সড়ক দুর্ঘটনায় নিহত কীর্তনীয়া, জখম -৭

দক্ষিন হাইলাকান্দির মাধবপুর এলাকার বেহাল জাতীয় সড়কের  সেতুর এপ্রোচের গর্তে  পড়ে একটি ওয়াগেনার গাড়ি    দুর্ঘটনায় কীর্তনীয়া দলের এক সদস্যের  মর্মান্তিক  মৃত্যু, সহ মোট সাতজন জখম  হয়েছেন।  শোকাবহ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, মাধবপুর সেতুর এপ্রোচে।  করিমগঞ্জের আছিমগঞ্জ থেকে এ এস ১০–ডি –৫১৮৩ নম্বরের  ওয়াগনার গাড়িটি এদিন জামিরা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।  এদিকে সড়ক দুর্ঘটনায় কীর্তনীয়া দলের  এক সদস্যের মৃত্যু সহ সাতজনের জখমের ঘটনার প্রতিবাদে এদিন রাতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে মাধবপুর এলাকা।  যদিও কারিছড়া ফাঁড়ির ইনচার্জ বিধান দাস সহ পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

পুলিশ  সহ স্থানীয় নাগরিকরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরন করেন।  এদিকে এলাকার ক্ষুব্ধ জনতা  রাস্তা সংস্কারের দাবিতে সোমবার মাধবপুরে সড়ক অবরোধ আন্দোলনের ডাক দিয়েছেন।  জানা গেছে,  এদিন আছিমগঞ্জের বাসিন্দা,  জামিরা টাইটাল মাদ্রাসার  শিক্ষক মওলানা নজমুল ইসলাম এ এস ১০-ডি-৫১৮৩ নম্বরের ওয়াগনার গাড়ি নিয়ে জামিরা ফিরছিলেন।  রাস্তা  থেকে যাত্রীও নেন গাড়িতে।  মাধবপুর  এলাকার সেতুর  এপ্রোচের গর্তে গাড়িটি পড়তেই  করিমগঞ্জের গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।  তখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চার সদস্যের  কীর্তনীয়া  দলের  উপর গিয়ে গাড়িটি পালটি খায়।  এতে ঘটনাস্থলে প্রান হারান কাটলিছড়া  ধলাই  একাদশ খন্ডের সজল দাস (৩৫)।  এবং গুরুতর জখম হন অপর তিন কীর্তনীয়া ধলাইর মনীন্দ্র দাস (৩৮),  বাবু রী (৫২),  নিরোপম দাস (৪২)।   । অপরদিকে গাড়ির ভেতর থাকা যাত্রী মওলানা নজমুল ইসলাম, বলদাবলদির আব্দুর রহমান,  জামিরার জলাল উদ্দিন ও জখম হন।  জানা গেছে,  কীর্তনীয়া দলটি এদিন ঘাড়মুড়ায়  একটি কীর্তনে   যাওয়ার পথে মাধবপুরে তাদের গাড়ি নস্ট হয়।  তখন তারা পরবর্তী গাড়ীর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।  আর ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে।

Comments are closed.