সক্রিয় শ্রম বিভাগ: আশ্রম রোডের কারখানা থেকে শিশু শ্রমিক উদ্ধার
দু’দিনব্যাপী অভিযান চালিয়ে বেশ কয়েকজন শিশুশ্রমিককে উদ্ধার করা হয় শিলচরে। শ্রমবিভাগের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়। অভিযানে বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছিল পাঁচ জন শিশু শ্রমিককে এবং শুক্রবার অভিযান চালিয়ে আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শুক্রবারের অভিযানে আশ্রম রোডের এ কে চৌধুরী এন্ড সন্স নামক একটি কারখানা থেকে এই ছয় উদ্ধার করা হয়। উল্লেখ্য, ওই কারখানাটিতে স্টিল ও কাঠের সামগ্রী বিশেষভাবে সোফা, আলমারি ইত্যাদি বানানো হয়ে থাকে। আশিস চৌধুরী কারখানাটির মালিক বলে জানা যায়। তিনি বিলপারের বাসিন্দা।
শ্রম আয়ুক্ত কার্যালয়ের আধিকারিকের কাছ থেকে জানা গেল যে তারা সন্দেহের বশে ওই কারখানাটিতে অভিযান চালান। ওই অভিযানে উদ্ধারকৃত শিশুশ্রমিকদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তরিত করা হবে। পরে কমিটির সহায়তায় বাচ্চাদেরকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। এদিকে চাইল্ড এন্ড এডোলসেন্ট লেবার অ্যাক্ট,১৯৮৬ এর অধীনে কারখানার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
Comments are closed.