Also read in

শহরের উপকণ্ঠে কাঁঠাল রোড বাইপাসের পাশে গলা কাটা অবস্থায় পাওয়া গেল শ্রমিকের মৃতদেহ

শিলচর শহরের উপকণ্ঠে কাঠাল রোড বাইপাসের পাশে মিঠু দাস নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মিঠু পেশায় শ্রমিক; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ দুপুরে পথচারীরা রাস্তার পাশের মাঠে লাশটি দেখতে পান এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের পরিবার লাশ শনাক্ত করে জানায়, হোলির রাত থেকে মিঠু নিখোঁজ ছিল। তাদের অভিযোগ, কেউ মিঠুকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে গেছে। পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে। এই মৃতদেহ উদ্ধারে শিলচর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।

মিঠু দাসের এক আত্মীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ” মিঠু হোলির দিনে হোলি খেলে রাত ৭টা নাগাদ শার্ট প্যান্ট পরে বাড়ী থেকে বের হয়। আমরা রাত ১১টা পর্যন্ত ফোনে তার সাথে কথা বলেছিলাম, এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। একজন ব্যক্তি আজ মৃতদেহ সম্পর্কে আমাদের জানান এবং আমরা তাকে মিঠু দাস হিসেবে শনাক্ত করি। তার গলা কাটা এবং লাশের কাছে একটি হাতুড়ি পাওয়া গেছে যা পুলিশ তদন্তের জন্য তাদের সাথে নিয়ে গেছে।”

Comments are closed.

error: Content is protected !!