এবার করোনায় আক্রান্ত লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা। এর আগে আমিনুল হক লস্কর এবং মিহির কান্তি সোম পজিটিভ হয়েছিলেন এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলার তৃতীয় বিধায়ক হিসেবে পজিটিভ হলেন রাজদীপ গোয়ালা।তিনি জানিয়েছেন সম্প্রতি তার খানিকটা উপসর্গ দেখা দেয় ফলে তিনি পরীক্ষা করিয়ে নেন, এতেই রেজাল্ট পজিটিভ হয়।
বরাক বুলেটিনের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “জনপ্রতিনিধি হওয়ার দরুন এই দুঃসময়ে সাধারন মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য ছিল। আমার পরিবারে বয়স্ক মা রয়েছেন, আমার সন্তানরা রয়েছে, তাদের কথা ভেবে আমি নিজেকে যথাসম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করেছি। তবে সম্প্রতি লক্ষ্য করি আমার কয়েকটি উপসর্গ দেখা দিয়েছে। নাকে কোনও গন্ধ অনুভব করছিলাম না। ফলে ভ্যালি হাসপাতালে রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করিয়ে নিই এবং রেজাল্ট পজিটিভ আসে। ভাইরাসে আক্রান্ত হওয়া অবশ্যই একটি চিন্তাজনক ব্যাপার তবে আমি আতঙ্কিত হচ্ছি না। বরং সচেতন থেকে এই ভাইরাসের সঙ্গে লড়াই করব, এটাই আমার লক্ষ্য। স্বাস্থ্যবিভাগের পরামর্শে আমি বাড়িতেই চিকিৎসাধীন থাকবো।”
কাছাড় জেলায় আক্রান্তের মাত্রা ইতিমধ্যে সাত হাজার পেরিয়েছে। প্রায় একই সঙ্গে পাল্লা দিয়ে পাঁচ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৯ জন রোগীর মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর সংখ্যা আরেকটু বেশি হবে কেননা গুয়াহাটির ডেথ অডিট বোর্ড প্রায় পঞ্চাশ শতাংশ মৃত্যুর জন্য করোনা ভাইরাসকে দায়ী করছেনা। অতীতে উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এবং মিহির কান্তি সোম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আমিনুল হক লস্করকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল। এরপর থেকে জেলার বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল প্লাজমা সংগ্রহের কাজে যোগ দিয়েছে। বিধায়ক রাজদীপ গোয়ালাও সুস্থ হয়ে ওঠার পর আগামীতে প্লাজমা দান করবেন বলে অঙ্গীকার করেছেন।
Comments are closed.