Also read in

ভূমি কেলেঙ্কারি: আদালতের নির্দেশে সঞ্জু নাহাটাকে শেষমেষ শিলচর কেন্দ্রীয় কারাগারে যেতে হলো

জমি কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী সঞ্জু নাহাটাকে আদালতের নির্দেশে শিলচর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হল। সঞ্জু নাহাটা, শিলচর পৌরসভার প্রাক্তন ওয়ার্ড কমিশনার অসীম দাস, নিশিকান্ত সরকার, অশোক সরকার এবং উসমান গনি (নুরুল হক) বড়ভুইয়াকে ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ রিমান্ডে নেওয়ার সময় শ্বাসকষ্টের অভিযোগ করেন সঞ্জু, তাই তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

নাহাটাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ(সাইকিয়াট্রি) বিভাগে ভর্তি করা হয়েছিল। ডাক্তাররা তার দেহে – মনে কোন জটিলতা খুঁজে না পাওয়ায় আজকে তাকে ছেড়ে দেওয়া হয়।

মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, পুলিশ আদালতের কাছে দুই দিনের রিমান্ড চেয়েছিল কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছুটিতে থাকায় মহকুমা ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর পরে, তিনি আবার শারীরিক অসুস্থতার কথা বলেন, কিন্তু পুলিশ তাতে আমল দেয়নি । তারা তাকে শিলচর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় এবং তাকে সেলের ভিতরে রাখা হয়। এদিকে, নাহাটার আইনজীবীরা ইতিমধ্যেই গুয়াহাটি হাইকোর্টে আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শিলচর জুড়ে বেশ কয়েকটি জমি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে একই ধারায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকেও আজ সকালে কারাগারে পাঠানো হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!