এআইইউডিএফে ধস : বিজেপিতে যোগ দিলেন হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রী
হাইলাকান্দি এ আই ইউ ডি এফ দলে রীতিমতো ধস নামিয়ে গেরুয়া বিগ্রেডে যোগদান করলেন হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রী ফরহানা বেগম চৌধুরী। শনিবার গুয়াহাটির হেংরাবাড়িস্থিত বিজেপি কার্যালয়ে জেলাপরিষদ সভানেত্রী ফারহানা বেগম চৌধুরী আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন।
উল্লেখ্য, গত নির্বাচনে ফারহানা বেগম এআইইউডিএফ -র টিকেটে হাইলাকান্দির রাঙ্গাউটি নিতাইনগর জেলাপরিষদ আসন থেকে জিতেছিলেন। এদিন গুয়াহাটিতে প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস তাকে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করেন। হাইলাকান্দি জেলাপরিষদের সভাপতি ফারহানা বেগমের গেরুয়া দলে যোগদানের সঙ্গে সঙ্গে হাইলাকান্দি জেলাপরিষদও বিজেপির দখলে চলে এলো । এগারো সদস্যের হাইলাকান্দি জেলা পরিষদে বিজেপির সদস্য সংখ্যা চার। অন্যদিকে এআইইউডিএফ -এর টিকেটে নির্বাচিত সদস্যের সংখ্যা হচ্ছে ছয়। এছাড়াও এই জেলাপরিষদে অসম গণ পরিষদের একজন সদস্য রয়েছেন।
হাইলাকান্দি জেলাপরিষদের সভাপতি ফারহানা বেগম বিজেপিতে যোগ দিয়ে বলেন যে, হাইলাকান্দির সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে তিনি এআইইউডিএফ ত্যাগ করে বিজেপিতে যোগদান করছেন । বিজেপির নেতৃত্বেই উন্নয়ন সম্ভব বলে তিনি দাবি করেন । প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস ফারহানা বেগমকে দলে স্বাগত জানিয়ে হাইলাকান্দিবাসীর কল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন । এ উপলক্ষে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ,মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে ও আলগাপুর মন্ডল বিজেপির সভাপতি পৃত্থিশ দাস, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি গোবিন্দ লাল চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে হাইলাকান্দি জেলাপরিষদের সভাপতি ফারহানা বেগমের বিজেপিতে যোগদানের খবরে এই জেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা এ আই ইউ ডিএফ সভাপতি আফজল হুসেন লস্কর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তার দলের জেলপরিষদ সদস্য ফারহানা বেগম দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন । এধরনের ব্যক্তি বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পাশাপাশি জেলাবাসীর সঙ্গেও বেইমানী করবেন বলে তিনি মন্তব্য করেন ।
Comments are closed.