Also read in

হাইলাকান্দি বিজেপির তিন পুরসদস্যের ইস্তফা,ওয়াক আউট,আস্থা ভোটে জয়ী লালার পুরপতি পুলক নাথ

হাইলাকান্দি বিজেপিতে ধস নামিয়ে বৃহস্পতিবার দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন লালা পুরসভার বিজেপি দলের তিন পুরসদস্য।। একই সাথে দলীয় পুরপতির বিরুদ্ধে অনাস্থা এনে সভা থেকে ওয়াক আউট করলেন তারা।৷ আর অন্যদিকে তাদের অনুপস্থিতিতে আস্থা ভোটে জয়ী হলেন পুরপতি পুলক নাথ ।।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় পাঁচ সদস্যের সমর্থনে জয়ী হলেন পুরপতি পুলক নাথ।। যদিও সভায় উপস্থিত হয়ে খাতায় স্বাক্ষর না করে ওয়াক আউট করেন অনাস্থা প্রস্তাব উত্থাপনকারী চার পুরসদস্য ।। পুরসভা কার্যালয় থেকে বেরিয়ে বিজেপি দলের জেলা সভাপতি সুব্রত নাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন বিজেপি দলের তিন পুরসদস্য যথাক্রমে তপন নাথ, অনামিকা ভট্টাচার্য, ও মঞ্জু সিংহ।

অপরদিকে এদিন সভায় উপস্থিত হয়ে পুরপতি পুলক নাথের পক্ষে সমর্থন জানান চার পুরসদস্য নিয়তি ব্যানার্জি, শঙ্কু চৌধুরী, সমরেন্দ্র রায় ও সারিকা দাস।। ভোটাধিকার না থাকলেও এদিন পুরসভার সরকার মনোনীত দুই সদস্য বনমালি পাল, ও দীপক নাথও সভায় অংশ নিয়ে পুরপতি পুলক নাথের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেন।

পুরপতি পুলক নাথ লালা শহরের নাগরিকদের স্বার্থের পরিপন্থী কাজ করছেন বলে অভিযোগ তুলে গত ছাব্বিশ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন তিন পুরসদস্য যথাক্রমে বিজেপি দলের মঞ্জু সিংহ, অনামিকা ভট্টাচার্য , ও নির্দল সদস্য বিজয়লক্ষ্মী দেবনাথ। এরপরে তাদের সাথে হাত মেলান বিজেপির পুরসদস্য তপন নাথ।।। পুরপতি পুলক নাথ তার বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সভা আহ্বান করেন।৷ যথারীতি বেলা এগারোটা নাগাদ পুরপতি পুলক নাথের সভাপতিত্বে সভা আরম্ভ হয়। শুরুতেই দুই নম্বর ওয়ার্ডের বিজেপি দলের পুরসদস্য তপন নাথ সভায় জেলা প্রশাসনের কোন দণ্ডাধিশকে পর্যবেক্ষক হিসেবে নিয়ে আসার দাবি জানান। প্রত্যুত্তরে পুরপতি পুলক নাথ জানান, পুরসভার কার্যবাহী আধিকারিক বাইরে থাকায় আসতে পারবেন না। এনিয়ে দীর্ঘক্ষণ বাক বিতণ্ডা চলে।৷ বেলা পৌনে বারটা নাগাদ চার পুরসদস্য যথাক্রমে তপন নাথ, মঞ্জু সিংহ, অনামিকা ভট্টাচার্য ও বিজয়লক্ষ্মী দেবনাথ সভা থেকে ওয়াক আউট করেন। যদিও সভায় উপস্থিত অপর চার সদস্য পুরপতি পুলক নাথের পক্ষে আস্থা ব্যক্ত করে প্রস্তাব গ্রহন করেন। পুরপতি সহ পাঁচ সদস্য, এবং সরকার মনোনীত দুই সদস্য এদিন শহরের সর্বাঙ্গিন উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।৷

এদিকে সভা শেষ হতেই শহরের বিশিষ্ট বহু নাগরিক পুরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে পুরপতি পুলক নাথকে মাল্যদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিন প্রাক্তন জেলা বিজেপি সভাপতি গোবিন্দ লাল চ্যাটার্জি, জেলা বিজেপি সম্পাদক চিন্ময় নাথ মজুমদার, লালা ডেভেলপমেন্ট অ্যাকশন কমিটির সভাপতি দেবাশিষ নাথ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু নাথ, প্রমুখ পুরসভা কার্যালয়ে ছুটে গিয়ে দু’দিন পর পর পুরসভায় অনাস্থা ভোট নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন।৷

এদিকে এদিন সভা থেকে ওয়াক আউট করে পুরকার্যালয়ের সম্মুখের রাজপথে দাঁড়িয়ে তপন নাথ, মঞ্জু সিংহ, ও অনামিকা ভট্টাচার্য , বিজেপি দলের হাইলাকান্দি জেলা সভাপতি সুব্রত নাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন। তাদের অভিযোগ, জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথের মদতে পুলক নাথ লালা পুরসভায় একনায়কতন্ত্র চালাচ্ছেন । যার ফলে তারা তাদের ওয়ার্ডের উন্নয়নে কোন কাজ করতে পারছেন না । বিজেপির পুরবোর্ড হলেও জেলা সভাপতি সুব্রত নাথ শহরের উন্নয়নে কোন অর্থ মঞ্জুরি, কিংবা প্যাকেজও এনে দিতে পারেন নি বলে সরাসরি অভিযোগ করে তপন নাথ বলেন, দলীয় পুরপতি পুলক নাথের কাজকর্ম নিয়ে জেলা সভাপতি সুব্রত নাথের কাছে অভিযোগ জানিয়েও কোন ফল হয় নি। দল তাদেরকে কোন গুরুত্ব দেয় নি। যার ফলে তারা অনাস্থা আনতে বাধ্য হন। আর এবার দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা পত্র মন্ডল কমিটির সভাপতি র কাছে প্রেরণ করেছেন।।

Comments are closed.