অনেকগুলো সাপ একসাথে বেরিয়ে আসায় করিমগঞ্জে জনমনে আতঙ্ক
এক আশ্চর্যজনক ঘটনা আজ প্রত্যক্ষ করলেন করিমগঞ্জের নিভিয়া অঞ্চলের জনগণ, দলবদ্ধভাবে অনেকগুলো সাপের বেরিয়ে আসার ঘটনায় ওই স্থানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি আজ সকালে ওই অঞ্চলের কিছু লোকের নজরে আসে। তারা দেখতে পান এক মুসলিম ধর্মীয় স্থান থেকে অনেকগুলো সাপ বেরিয়ে আসছে। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, সাপগুলো অনেকদিন আগে কাটা একটা সেগুন গাছের গুড়ি থেকে বের হচ্ছিল। খবরটা সাথে সাথে চতুর্দিকে ছড়িয়ে পড়লে অগুনতি লোক ঘটনাস্থলে হাজির হন। সর্বমোট ২৮ টা সাপ বেরিয়ে আসার খবর পাওয়া গেছে।
এতগুলো সাপ বেরিয়ে আসার ঘটনায় ওই অঞ্চলের বাসিন্দাদের মনে ভীতির সঞ্চার হয়েছে। পরবর্তীতে ওই স্থানে বাঁশ এবং দড়ি দিয়ে ঘেরাও করে দেওয়া হয়। যে স্থান থেকে সরীসৃপগুলো বেরিয়ে আসছিল সেখানে একটা লাল কাপড় পেতে দেওয়া হয় এবং পূজা-অর্চনা, মন্ত্রোচ্চারণ শুরু হয়।
ওই অঞ্চলের বয়স্ক লোকেরা আশঙ্কা করছেন যে, বিষহরি দেবীর ক্রোধের ফলস্বরূপ এই ঘটনাটা ঘটেছে। এরকম ঘটনা অনেক বছর আগেও নাকি একবার ঘটেছিল। তখনও পূজা অর্চনা করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে যে, সরীসৃপের দল এখনও একটা দুটো করে বেরিয়ে আসছে।
Comments are closed.