কাছাড়ের নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন লায়া মাদ্দুরি, বিদায় লক্ষ্মণনের
কাছাড়ের নতুন জেলা শাসক হিসেবে দায়িত্ব নিলেন আইএএস লায়া মাদ্দুরি। তিনি ডিব্রুগড়ের জেলা শাসক ছিলেন এবং প্রথমবার বরাক উপত্যকায় কোন প্রশাসনিক পদে দায়িত্ব নিচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় জেলাশাসক কার্যালয়ে ডাঃ এস লক্ষ্মণন আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার লায়া মাদ্দুরির হাতে তুলে দেন। খুব সাধারন একটি সংবর্ধনা সভার মধ্যে দিয়ে নতুন জেলাশাসককে বরণ করে নেন কার্যালয়ের কর্মচারীরা। এতে অংশ নেন এলাকার বিভিন্ন সংগঠনের সদস্যরাও।
দক্ষিণ ভারতের বাসিন্দা লায়া মাদ্দুরি বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সাইন্সেসের ছাত্রী, ২০১০ সালে আইএএস পাস করে আসাম ক্যাডার এর অধীনে এরাজ্যে কর্মরত। ডিব্রুগড় এবং শোণিতপুরে জেলাশাসকের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ সরকারি পদে নিযুক্তিও পেয়েছেন এর আগে। নগাওয়ে প্রথমবারের মতো তিনি প্রবেশনারি অফিসার হয়ে আসেন, পরে দু’বছর মাজুলিতে ছিলেন। দুই জেলায় জেলাশাসক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে এবার কাছাড় জেলার জেলাশাসক হয়ে এসেছেন তিনি।
এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, এই অঞ্চলের বিষয়ে অনেক কিছুই জানি তবে প্রথমবার এখানে কোনো সরকারি আধিকারিক হিসেবে নিযুক্তি পেয়েছি। আমার আশা এই অঞ্চলের মানুষের সঙ্গে মিলেমিশে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারব।
মহিলা হিসেবে উচ্চপদস্থ সরকারি কাজের অনুভূতি নিয়ে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলে মহিলাদের ভারতের অন্যান্য অঞ্চল থেকে বেশি সম্মানের চোখে দেখা হয়। আমি আমার সহকর্মীদের পাশাপাশি কার্যালয়ের প্রত্যেক ব্যক্তির কাছ থেকে আলাদা সম্মান পেয়েছি। কাছাড় তথা বরাক উপত্যকার অন্যান্য অঞ্চলের ব্যপারে আমরা সংবাদ মাধ্যমের সাহায্যে অনেক কিছুই জানতে পারি।তবে এর আগে এখানে কোনো সরকারি পদে নিযুক্ত পাইনি। এবার সরাসরি কাছাড়ের জেলাশাসক হয়ে আসছি। এই জেলা নিয়ে আমার বিভিন্ন পরিকল্পনা রয়েছে, তবে আগে এখানে এসে স্থানীয় লোকেদের সঙ্গে পরিচয় করতে হবে। তাদের সমস্যাগুলো বুঝতে হবে এবং তারপরেই সমাধানের উপায় বের করে আনব।
শনিবার সকালে এস লক্ষ্মণন কাছাড় ছেড়ে চলে যাবেন। যাওয়ার আগে জেলায় তার কর্মজীবনের অনুভূতি নিয়ে বলেন, এই জেলায় অনেক সম্মান পেয়েছি, সবাই আমাকে আপন করে নিয়েছিলেন, এসব আমি ভুলবনা। যেখানেই থাকবো কাছাড় নিয়ে চিন্তা থাকবে। আশা করছি ভবিষ্যতে অন্য কোন প্রশাসনিক দায়িত্ব নিয়ে জেলায় আসার সুযোগ পাবো।
Comments are closed.