বর্ণালী শর্মা কাছাড়ের নতুন জেলাশাসক, লায়া মাদ্দুরিকে পাঠানো হয়েছে কৃষি বিভাগে
এক বছরের মাথায় আবার বদলি করা হল কাছাড়ের জেলাশাসক। লায়া মাদ্দুরির জায়গায় নতুন জেলা শাসক হিসেবে যোগ দেবেন বর্ণালী শর্মা। তিনি বর্তমানে রাজ্য সরকারের জেল বিভাগের ইন্সপেক্টর জেনারেল পদে কর্মরত। এদিকে লায়া মাদ্দুরিকে রাজ্যের কৃষি বিভাগে স্টেট প্রজেক্ট দিরেক্টর পদে নিযুক্ত দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে বুধবার খবরটি জানানো হয়েছে।
সরকারি নির্দেশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই এসিএস বর্ণালী শর্মা কাছাড়ের নতুন জেলা শাসক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। তিনি রাজ্য সরকারের জেল বিভাগের ইন্সপেক্টর জেনারেল পদে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। একজন দক্ষ সংগঠক হিসেবে তার পরিচিতি রয়েছে। তার জায়গায় এখন যোগ দেবেন এসিএস দশরথ দাশ যিনি বর্তমানে রাজ্য সরকারের গৃহ এবং রাজনীতি বিভাগের জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত রয়েছেন।
২০১৯ সালের জানুয়ারি মাসে কাছাড়ের জেলা শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন লায়া মাদ্দুরি। লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এর মতো বেশ কয়েকটি সরকারি প্রকল্পের বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। জেলায় যোগ দেওয়ার কিছু দিনের মধ্যেই বাংলা ভাষার প্রতি তার অগাধ শ্রদ্ধা চোখে পড়ে। ধীরে ধীরে বাংলা শিখে একসময় প্রত্যেকটি অনুষ্ঠানে অনর্গল বাংলায় ভাষণ দিয়েছেন তিনি। কাছাড়ের জেলাশাসক হিসেবে সম্ভবত তিনিই প্রথম যে সরকারি অনুষ্ঠানে অনর্গল বাংলায় ভাষণ দেওয়ার রীতি চালু করেন। এমনকি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও তিনি অনর্গল বাংলায় কথা বলেছেন। প্রথমদিকে অন্যান্য আধিকারিকদের মত কাগজে লিখে বাংলা পড়তেন কিন্তু একসময় আর সেটার প্রয়োজন হতো না। একটি গানের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বাংলায় গান গেয়েও সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। জেলার জনগণের সঙ্গে সাংস্কৃতিকভাবে অনেক বেশি আপন হয়ে গেছিলেন লায়া মাদ্দুরি। বিভিন্ন বাঙালি রীতি আচার-আচরণে মহিলাদের সঙ্গে যোগ দিয়েছেন। জেলার মহিলারা তাকে পেয়ে খুব আনন্দ উপভোগ করতেন।
লায়া মাদ্দুরি রাজ্য সরকারের কৃষি বিভাগে স্ট্রীট প্রজেক্ট ডিরেক্টর পদে এম এস মণিবন্ননের স্থলাভিষিক্ত হবেন। মণিবন্নন একসময় করিমগঞ্জের জেলা শাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Comments are closed.