Also read in

হাইলাকান্দি জেলা স্তরের ফুটবল খেলোয়াড় শাহিনকে নিষ্ঠুর ভাবে কেড়ে নিল বজ্রপাত

এক অত্যন্ত দুঃখজনক ঘটনায় মাত্র ১৯ বছর বয়সে শাহিন বাহার মজুমদারের জীবনাবসান হলো। প্রাকৃতিক দুর্যোগ নিষ্ঠুর ভাবে কেড়ে নিল তার জীবন। আজ অপরাহ্ণে হাইলাকান্দি জেলার লালা এলাকার বাসিন্দা শাহিন ফুটবল মাঠের দিকে খেলতে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।প্রাপ্ত তথ্য অনুসারে, বাউয়ারঘাট এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে শাহিন বজ্রস্পৃষ্ট হন।

শাহিন জেলা পর্যায়ের ফুটবলার ছিলেন এবং প্রতিদিন নিয়মিত খেলা অভ্যাস করতেন। লালা রুরাল কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র শাহিন গত বছর ভালো নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার এক প্রাক্তন শিক্ষক শাহিনের সম্পর্কে বলতে গিয়ে জানান, ” শাহিন পড়াশোনায় ভালো ছিল, তবে ফুটবল মাঠে তার কৃতিত্ব ছিল অসাধারণ”। এখানে উল্লেখ্য, শাহিন কৃষ্ণপুরের গ্লোবাল স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন।

শাহিনের এভাবে আকস্মিক মৃত্যু তার পরিবারের লোকজন ও বন্ধুরা মেনে নিতে পারছেন না। এ আঘাত কিছুতেই সহ্য করতে পারছেন না তারা। শুধু পরিবারের লোকজনই নয় পুরো লালা এলাকা বর্তমানে শোকস্তব্ধ রয়েছে। তার এক শোকাহত বন্ধু বলেন, “ সে খেলাধুলাকে খুব ভালোবাসতো এবং এই খেলার জন্য সে যথেষ্ট প্রশংসিতও হয়েছে। অথচ এটি একটি অবিশ্বাস্য যে, তার এভাবে অসময়ে আমাদের ছেড়ে যাওয়ার কারণও সেই খেলাই হল। যা আমরা কেউ কোন মতেই মানতে পারছি না।”

Comments are closed.