অসময়ে সৃষ্টিছাড়া বৃষ্টিতে জেরবার উপত্যকা, পাথারকান্দিতে বজ্রাঘাতে প্রাণ গেল এক কৃষকের
বৃষ্টি ঝরে চলেছে অঝোর ধারায়, থামবার লক্ষন নেই। কালি পূজা ও দীপাবলির প্রাক মূহুর্তের এই বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেছে শহরের রাস্তায়, পেন্ডালে পেন্ডালে।
ইতিমধ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে পাথারকান্দির আছিমগঞ্জের এক ব্যক্তির। শনিবার দুপুর ১টা নাগাদ এই এলাকায় হঠাৎ করে বজ্রপাত হয় এবং ধানক্ষেতে কাজ করা অবস্থায় এর শিকার হন আছিমগঞ্জের হাটখোলা নিবাসী নেজামুদ্দিন নামের ব্যক্তিটি। তার সঙ্গে আরেক ব্যক্তিও বজ্রপাতের শিকার হন, তবে তিনি প্রাণে বেঁচে যান।
স্থানীয়দের কথা অনুযায়ী, এদিন দুপুরে আছিমগঞ্জ-পাথারকান্দি বাইপাস সংলগ্ন ধান ক্ষেতে কাজ করছিলেন নেজাম উদ্দিন। হঠাৎ করে বিরাট শব্দে বজ্রপাত হয় এবং মাঠে লুটিয়ে পড়েন নেজাম। বাড়ির পাশে কাজ করছিলেন তাই পরিবারের লোকেরা ঘটনাটি দেখতে পান এবং ছুটে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। ঈসাক আলির পুত্র নেজাম উদ্দিন মৃত্যুকালে স্ত্রী সহ এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। প্রকৃতির কোপে নিজামুদ্দিনের এধরনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে আহত ব্যক্তিটিকে আপাতত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ডাক্তারদের বয়ান অনুযায়ী তার অবস্থাও আশঙ্কাজনক।
জেলা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা বিভাগ সব সময় সাধারণ মানুষকে সচেতন করে থাকে বৃষ্টির সময় খোলা জায়গা থেকে দূরে থাকার জন্য। তবে সাধারন মানুষ জীবিকার খাতিরে কাজে নেমে পড়েন এবং এভাবেই প্রাণ হারান। প্রচন্ড বৃষ্টিতে ধানক্ষেত গুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকরা ফসল বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং প্রার্থনা করছেন প্রকৃতি যাতে সহজে সদয় হোন।
Comments are closed.