Also read in

"সুতারকান্দিতেও হতে পারে হতে পারে বিটিং রেট্রিট", সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানে বিএসএফ কর্তা

ভারত পাকিস্তানের ওয়াগা সীমান্ত বা ভারত-বাংলাদেশ আখাউড়া সীমান্তে যেমন পতাকা উত্তোলন অবনমন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় ঠিক তেমনটাই হতে পারে করিমগঞ্জ জেলার সুতারকান্দিতে ভারত-বাংলাদেশ সীমান্তে, আশা প্রকাশ করেছেন বিএসএফের ০৭ নং ব্যাটালিয়নের অধিনায়ক সুরোজ সিং নেগি।

৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত সুতারকান্দিতে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা অবনমনের ব্যতিক্রমী অনুষ্ঠান । শনিবার বিকাল চারটায় সীমান্ত সুরক্ষা বাহিনীর ০৭ নং ব্যাটালিয়ন আয়োজন করে পতাকা অবনমন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের । উপস্থিত থাকেন ০৭ বিএন বিএসএফ শীর্ষ আধিকারিক, নবাগত পুলিশ সুপার, জেলাশাসক ফণীভূষন রায়, সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্য সরকারী আধিকারিকরা ।

কুচকাওয়াজ প্রদর্শন করে বিএসএফ জওয়ান সহ এন সি সি ক্যাডেটরা । আমন্ত্রিত অতিথিদের অভিবাদন প্রদান করেন বিএসএফের বুল ডগ জিমি ও । অনুষ্ঠানে বিএসএফ ব্যান্ডবাদক দলের প্রদর্শন বাড়তি প্রশংসা যোগায় । পতাকা অবনমন অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে বিএসএফের ব্যান্ডের জওয়ানরা । এছাড়া অংশ গ্রহন করেন কেন্দ্রীয় বিদ্যালয় সহ শহরের কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রীরা । নিজস্ব বিভাগের ট্যাবলো প্রদর্শন করে সর্বশিক্ষা অভিযান মিশন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, এন আর এইচএম, পি এইচ ই, ডি আর ডি এ, দমকল সহ বেশ কয়েকটি সরকারী বিভাগ ।

সীমান্তবাসীকে ৭০তম গণতন্ত্র দিবসের শুভেচছা জানিয়ে বক্তব্য রাখেন ০৭ বিএন বিএসএফের অধিনায়ক সুরজ সিং নেগী । আগামীতে পাঞ্জাবের ওয়াগা সীমান্তে ন্যায় সুতারকান্দিতে পতাকা অবহমনের ইচ্ছা রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি ।

Comments are closed.