Also read in

গণবিবাহ শিলচরে, বিবাহ বন্ধনে আবদ্ধ ১৯ যুগল

শিলচরে গণবিবাহ। আয়োজক লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল। ১৯  যুগল আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শিলচরের পি ডব্লিউ ডি রোডের দেশভক্ত তরুন রাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।

এটি লায়ন্স ক্লাবের আয়োজিত ১৪ তম গণবিবাহ। এখানে উল্লেখ্য, গত ১৩ বছর ধরে লায়ন্স ক্লাব এই গণবিবাহের আয়োজন করছে। এখানে আরো উল্লেখ করা যেতে পারে, গত ২৮ জানুয়ারী, রবিবার আবেদনকারীদের একটি সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছিল। সাক্ষাৎকারের ভিত্তিতে, মূলত অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা ১৯ যুগলকে বাছা হয়েছিল।

 

Cultural event at Lions Club’s mass-marriage ceremony

ডিস্ট্রিক্ট জোনাল লায়ন রাধা আগরওয়াল গুয়াহাটি থেকে শিলচর আসেন অনুষ্ঠানে যোগদান এবং অন্যান্য লায়নদের এই মহৎ কাজে উৎসাহিত করার জন্য। এছাড়া ১৯ নবদম্পতিকে আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার ১২ টি লায়ন্স ক্লাবের লায়ন সদস্য এবং শিলচর লায়নেস ক্লাবের লায়নেস সদস্যরা।  

এই অনন্য গণবিবাহ দেখতে স্কুল প্রাঙ্গনে প্রচুর জনসমাগম ঘটে। মানুষের মধ্যে এই গণবিবাহ নিয়ে উৎসাহ লক্ষ্য করা যায়।

 

 

Comments are closed.