লাইভ আপডেট: করিমগঞ্জে কৃপানাথ মালাহ ১৮ হাজার ভোটে জয়লাভ করেছেন; শিলচরে রাজদীপ রায় এগিয়ে
Here are the trends from Barak Valley and all across the country.
Barak Valley 4:15
Cons | Party | Candidate | Trend | Margin |
Sil | BJP | Rajdeep Roy | Lead | 38,020 |
Kxj | AIUDF | Radheshyam Biswas | Won | 18,000 |
All India Trends 4:15
NDA | UPA | Others |
341 | 91 | 110 |
2:00 PM
নরেন্দ্র মোদি উত্তর-পূর্বাঞ্চলের জন্য ‘হীরা’ প্রদান করেছেন এবং এটাতেই কাজ হয়েছে : হিমন্ত বিশ্ব শর্মা
ইন্ডিয়া টুডে টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে উত্তর-পূর্বের অমিত শাহ বলে পরিচিত হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “এটা নরেন্দ্র মোদীর কৌশল ছিল, যা আসাম ও উত্তর পূর্বাঞ্চলে খুব ভালো কাজ করেছে। তিনি উত্তর-পূর্বে হীরা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই হীরার অর্থ হচ্ছে হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ারওয়েজ। আজ উত্তর-পূর্বাঞ্চল এগুলোর মাধ্যমে অনেক বেশি সংযুক্ত অন্য জায়গার সঙ্গে।
রাহুল গান্ধীকে বিদ্রুপ করে তিনি বলেন, “রাহুল গান্ধী রাজনীতির জন্য তৈরি নন। তিনি ভারতীয় সংস্কৃতি বিষয়ে সচেতন নন এবং দলের অভিজ্ঞ নেতাদের সম্মান করেন না।”
Comments are closed.