Also read in

১১টা'র পর ট্রাক শহরে প্রবেশ করতে পারে, টিপারের সময় সীমা ১২ টা থেকে ৫ টা ; উপায়ুক্তের সিদ্ধান্তে পরিবর্তন

শহরে টিপার চলাচলের সময় সীমা রাত বারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত বলে জানানো হয়। শহর এলাকায় ভারী যানবাহনের দ্বারা ভয়াবহ দুর্ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শহরে ভারী যানবাহন চলাচলের নো- এন্ট্রি’র সময় বেঁধে দেওয়ার উদ্দেশ্যে আজ শিলচরের জেলা উপায়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে শিলচর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ,আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন, বরাক ভ্যালি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সহ কাছাড় বিজেপি জেলা কমিটি, শিলচর ট্রাফিক শাখার ভারপ্রাপ্ত আধিকারিক, জেলা পরিবহন আধিকারিক, পূর্ত বিভাগ, জেলার পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে আজ কাছাড়ের উপায়ুক্ত লায়া মাদ্দুরি এক জরুরি বৈঠকে মিলিত হন l

এই বৈঠকে উপায়ুক্ত মাদ্দুরি শিলচর শহরের উপর দিয়ে রাতে বেপরোয়া ভাবে এবং দ্রুত গতিতে ভারী যানবাহন চলাচলের ফলে নিরীহ নাগরিকদের প্রাণহানির ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করে ভারী যানবাহন কর্তৃপক্ষের তথা বিভিন্ন ট্রাক ও টিপার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষদের জানান যে শিলচর শহরের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের সময়সীমা বেঁধে দেওয়া জরুরী l

এই সভায় কাছাড় বণিক সংস্থা , ভারী যানবাহন কর্তৃপক্ষদের তথা বিভিন্ন ট্রাক ও ট্রিপার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষদের পক্ষ থেকে উপায়ুক্তের কাছে আবেদন জানানো হয় যে রাতের বেলা ভারী যানবাহন শিলচর শহরে আসা যাওয়ার জন্য নির্ধারিত স্বল্প সময় বেঁধে দেওয়ার পরিপ্রেক্ষিতে যাবতীয় অত্যাবশ্যকীয় সামগ্রী শিলচর শহরে নিয়ে আসা সম্ভব হয়ে ওঠছে না। এর ফলে বিভিন্ন কাঁচামালের মূল্য বর্তমানে দ্বিগুণ হয়ে পড়েছে এবং ক্রেতা ও বিক্রেতা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বৈঠকে টিপার মালিকগণও আশ্বাস প্রদান করেন যে শহর এলাকায় টিপার চলাচলের সময় তারা আরো সাবধানতা অবলম্বন করবেন যাতে করে ভবিষ্যতে আর কোনো প্রকার সড়ক দুর্ঘটনা না ঘটে। তবে তাদের যানবাহন চলাচলের সময় সীমা বৃদ্ধি করে দিলে তাদের ব্যাঙ্ক ঋণ পরিশোধের ক্ষেত্রে সুবিধে হবে বলে তারা উল্লেখ করেন।

বৈঠকে উপস্থিত বিভিন্ন সংবাদ সংস্থার পক্ষ থেকে বক্তাগণ, জেলা বিজেপি কমিটির পক্ষ থেকে কনাদ পুরকায়স্থ, জেলার পূর্ত বিভাগ সহ বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বক্তাগণ তাদের বক্তব্য তুলে ধরেন l

যেহেতু অত্যাবশ্যকীয় সামগ্রী, শাকসব্জি ইত্যাদি প্রত্যেকের জন্য অপরিহার্য তাই রাত ১১ টা থেকে পরদিন সকাল ৪ টা পর্যন্ত শিলচর শহরের উপর দিয়ে পণ্যবাহী সকল প্রকার যানবাহন চলাচল করতে পারবে বলে জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি নির্দেশ দেন। তবে শুধুমাত্র ট্রিপার রাত বারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত চলাচল করতে পারবে। ট্রিপার ও ট্রাক ওনার সংস্থাগুলির আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা উপায়ুক্ত এ নির্দেশ দেন। এক্ষেত্রে অপরিণত বয়সের ড্রাইভার বা চালক পাওয়া গেলে মালিকসহ তাদের বিরুদ্ধে শিশু শ্রম আইন, এম ভি আই আইন’র অধীনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা সহ কারাবাস ভোগ করতে হবে l উপায়ুক্ত এ বিষয়ে জেলার পুলিশ সুপার এবং পরিবহন আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন l

Comments are closed.

error: Content is protected !!