Also read in

রেস্তোরাঁয় প্রকাশ্যে আপত্তিকর অবস্থায় এক যুগল, লাভ জিহাদের অভিযোগে ভাঙচুর শিলচরে, আটক তিন

শিলচরের প্রেমতলা এলাকায় চিট-চ্যাট নামের রেস্টুরেন্টে রবিবার সন্ধ্যাবেলা আপত্তিজনক অবস্থায় আটক হন এক যুগল। শহরের কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরা এদিন ঘটনাটি হাতেনাতে ধরেন এবং যুবক-যুবতী সহ রেস্টুরেন্টের মালিককে পুলিশের হাতে তুলে দেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অত্যন্ত স্বল্পবসনে আপত্তিকর অবস্থায় রয়েছেন যুবক-যুবতী।

যারা তাদের আটক করেছে, এর মধ্যে অনেকের অভিযোগ এটি লাভ জিহাদের ঘটনা। অর্থাৎ যুবতীটি হিন্দু এবং যুবকটি মুসলমান সম্প্রদায়ের। তবে এব্যাপারে এখনও পরিষ্কার কিছু জানায়নি পুলিশ, এমনকি আটক হওয়া যুগলের পরিচয় তারা স্পষ্ট করে বলেননি।

রবিবার সন্ধ্যাবেলা জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে যুবক-যুবতী প্রেমতলা পয়েন্ট সংলগ্ন চিট-চ্যাট নামের রেস্তোরাঁয় প্রবেশ করেন। তাদের অভিযোগ এখানে একটি যুগল অবৈধ কাজে লিপ্ত। রেস্টুরেন্টের মালকিন তাদের বাধা দিলেও এতে কাজ হয়নি, ভিতরে গিয়ে যুবক-যুবতীকে প্রায় বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরেন তারা।

 

 

এতে তাদের অভিযোগ স্পষ্ট হয়ে যায়, তবে কেউ কেউ বলেন এটি লাভ জিহাদের ঘটনা। অর্থাৎ যুবতীটি হিন্দু ঘরের মেয়ে এবং যুবকটি মুসলমান সম্প্রদায়ের। এতে উত্তেজনা বেড়ে যায়, শুরু হয় খানিকটা ভাঙচুর। পুলিশ এলে বিক্ষুব্ধ জনতা দাবি জানায় অতিসত্বর রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হোক। যুবক-যুবতী সহ রেস্তোরাঁর মালকিনকে আটক করে পুলিশ এবং সদর থানায় নিয়ে যায়।

শিলচর সদর থানার ওসি দিতুমণি গোস্বামী বলেছেন, স্থানীয়রা তাদের আটক করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এখনও লিখিতভাবে কোনো অভিযোগ না এলেও আমরা তাদের পুলিশি হেফাজতে রেখেছি। তাদের পরিচয় এখনই প্রকাশ্যে আনা যাবে না, কারণ এতে নানান সমস্যা দেখা দিতে পারে। পুরো ঘটনার প্রাথমিক তদন্তে আমরা অনেক কিছু পেয়েছি। তদন্ত আরেকটু হওয়ার পরই এব্যাপারে কোন কিছু বলা সম্ভব।

Comments are closed.