Also read in

অসমে আগামীকাল সন্ধ্যে ছটা থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন, : হিমন্ত বিশ্ব শর্মা

অসমের স্বাস্থ্য ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন যে করোনা ভাইরাস প্রতিরোধে আগামীকাল অর্থাৎ ২৪ মার্চ সন্ধ্যে ছটা থেকে অসমে লকডাউন থাকবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই লকডাউন চলবে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি পরিষ্কারভাবে জানান, মুদি-দোকান, ফার্মেসি এবং পেট্রোল পাম্প এই সময়কালে যথারীতি খোলা থাকবে।

শর্মা আরো বলেন,” ভীত হয়ে আমাদের আজকে বা কালকের মধ্যেই সবকিছু কেনাকাটি করার প্রয়োজন নেই, কারণ মুদি-দোকান খোলা থাকবে। সেইসঙ্গে অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিও যথাযথ ভাবে চলতে থাকবে।”

আন্তঃরাজ্য পরিবহন ব্যবস্থা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। তবে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম পরিবহনের জন্য সীমিত পদ্ধতিতে এয়ারওয়ে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

“লকডাউন’র মানে শুধু এই নয় যে কেবল বাজার এবং পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে, এর অর্থ এও যে অত্যন্ত প্রয়োজন না হলে নিজের বাড়ির বাইরে বেরোনো উচিত নয়”, যোগ করেন শর্মা।

Comments are closed.