নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল; আসামে তিন দফায়- ১১,১৮, ২৩শে এপ্রিল
সপ্তদশ লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। মোট ৭ দফায় হবে ভোট। প্রথম দফায় ভোট ১১ এপ্রিল, ভোট শেষ হবে ১৯ মে। ফল ঘোষণা ২৩শে মে।
রবিবার দিল্লির বিজ্ঞানভবনে সাংবাদিক বৈঠকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। ভোট ঘোষণার পাশাপাশি দেশজুড়ে কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণবিধি।
আসামে তিন দফায় হবে ভোট। বিহুর আগেই হবে প্রথম পর্যায়ের নির্বাচন। ১১, ১৮, ২৩ এপ্ৰিল হবে আসামে নিৰ্বাচন। ১১ এপ্ৰিল আসামের পাঁচটি সমষ্টির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ এপ্ৰিল হবে আরও পাঁচটি সমষ্টির ভোট গ্রহণ। তৃতীয় পর্যায়ে আসামে ভোট গ্রহণ হবে বাকি চারটি নির্বাচনে কেন্দ্রে ২৩শে এপ্রিল। বরাক উপত্যকার দুটি কেন্দ্র শিলচর এবং করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ ই এপ্রিল
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সুনিশ্চত করতে বদ্ধপরিকর কমিশন। ভোটের দিন ঘোষণার আগে বিভিন্ন রাজ্যের বোর্ডের পরীক্ষা এবং ধর্মীয় অনুষ্ঠানের তারিখের কথা মাথায় রাখা হয়েছে, জানিয়েছেন সুনীল অরোরা।গোটা দেশে প্রায় ৯০ কোটি ভোটার আছেন, নতুন ভোটার দেড় কোটি। সমস্ত ভোটকেন্দ্রে ভিভিপ্যাট ব্যবহার করা হবে।এই প্রথম প্রার্থীদের ছবি থাকবে ইভিএমে।
Comments are closed.