মহাসড়কের ময়নারবন্দে গল্প গুজবরত যুবককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ; উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেল যুবতী
যেমনটা প্রতিদিন হয়ে থাকে , শিলচর শহর সংলগ্ন ময়নারবন্দ এলাকায় এক জোড়া যুবক যুবতী বসে বসে গল্প করছিল মহাসড়কের কাছে। তারা যখন শীতল বাতাস এবং নীরবতা উপভোগ করছিল, তখন দুজন লোক তাদের কাছে আসে এবং এদের আক্রমণে রক্তাক্ত হয়ে উঠে অপরাহ্ন।
শিলচর ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা দীপঙ্কর দাস (২৫) রাস্তার ধারে বসে ২২ বছর বয়সী এক মেয়ের সঙ্গে কথা বলছিলেন। রাত ৮টা নাগাদ দাস তার মোটরসাইকেল মহাসড়কের কাছে দাঁড় করিয়ে রাস্তার পাশে বসেন। হঠাৎ তারা দেখতে পান দুজন লোক তাদের কাছে এগিয়ে আসছে। দীপঙ্কর দাসকে ঐ দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি একাধিকবার ছুরিকাঘাত করে। এরপর তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
মেয়েটি তখন দীপঙ্করকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ছেলেটির পরিবারের সদস্যরা মিডিয়ার কাছে কোনো বিবৃতি দিতে অস্বীকৃতি জানায়। প্রকৃতপক্ষে, তাদের মধ্যে কেউ হুমকি দেয়- কেউ সংবাদের ফুটেজ রেকর্ড করার চেষ্টা করলে ঐ সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে ফেলা হবে।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি। তবে, যেহেতু বিষয়টি ইতিমধ্যে জনসাধারণের আলোচনায় এসেছে, তাই পুলিশ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখবে।
কেন দীপঙ্কর দাসকে টার্গেট করে দু’জন হামলা করল তা রহস্যই থেকে গেছে। কিন্তু রাতের আঁধারে মহাসড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে আড্ডা মারতে যাওয়া লাভ বার্ডদের জন্য যে নিরাপদ নয় , তা স্পষ্ট হয়ে গেছে।
Comments are closed.