Also read in

দক্ষিণ মোহনপুর এলপি স্কুলের শিক্ষক এবং মানেজমেন্ট কমিটির ভ্যাকসিন সচেতনতা গড়ে তুলতে রোড গ্রাফিতি

সোনাই, দক্ষিণ মোহনপুর এলপি স্কুলের ব্যবস্থাপনা কমিটি কোভিড ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে জনসচেতনতা বাড়াতে অভিনব পদক্ষেপ গ্রহণ করল। শিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা ভ্যাকসিন সচেতনতায় স্থানীয় শিল্পীদের নিয়ে সোনাইয়ের কচুদরমের ১০১৭ নং দক্ষিণ মোহনপুর এলপি স্কুলের সামনের রাস্তায় চোখ ধাঁধানো গ্রাফিতি তৈরী করে।

গ্রাফিতির বার্তায় লেখা আছে, ‘নিজের কাজটি করো, টিকা নাও।’ স্কুলের প্রধান শিক্ষক লাকি বেগম লস্কর, সহকারী শিক্ষক লিটন কুমার দাস, ক্লাস্টার রিসোর্স সেন্টার কমিটির এস এম ফিরোজ লস্কর এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি লতিবুর রহমান লস্কর একসঙ্গে সমন্বয় করে সচেতনতা অভিযানের এই উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসেন। । স্থানীয় শিল্পী আলতাফ হুসেন লস্কর গ্রাফিতি তৈরি করেন।

“আমরা কোভিড ভ্যাকসিন সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করছি; এজন্যই আমরা এই গ্রাফিতি তৈরি করেছি। ডিসি কাছাড় ব্যক্তিগতভাবে আমাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন,” সিআরসিসির ফিরোজ লস্কর বরাক বুলেটিনকে জানিয়েছেন।

ভারত বর্তমানে নভেল করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড রোগের বিরুদ্ধে বিশাল টিকা অভিযান চালাচ্ছে। তবুও, এই প্রক্রিয়াটি অনেক বাধায় পরিপূর্ণ কারণ অনেক ষড়যন্ত্র তত্ত্ব, ভুয়া খবর, এবং কুসংস্কার জনসাধারণের মধ্যে ভেসে বেড়াচ্ছে। কোভিড ভ্যাকসিনের কার্যকারিতা সংশয় এবং প্রতিকূল প্রভাবের আশংকায় কারও কারও মধ্যে ভ্যাকসিন নিতে দ্বিধা রয়েছে। জনগণকে তাদের সক্ষমতা ও সম্ভাবনার ওপর বিশ্বাস স্থাপন এবং তাদের টিকা নিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার জন্য ব্যাপক সচেতনতার প্রচার খুবই উপকারী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ আপডেট অনুসারে, ভারত এ পর্যন্ত ৯৫ কোটি মানুষকে টিকা দিয়েছে। প্রায় ২৬ কোটি লোক ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন।

Comments are closed.