মহালয়ায় 'নেলেক' এর প্রতিবাদী দুর্গাপ্রতিমায় হাজেলা অসুররূপে বিরাজমান, বিতর্ক ব্রহ্মপুত্রে
মহালয়ায় ‘নেলেক’ এর প্রতিবাদী দুর্গাপ্রতিমায় হাজেলা অসুররূপে বিরাজমান, বিতর্ক ব্রহ্মপুত্রে
মহালয়ায় আজ এনআরসি নিয়ে অনেকগুলো প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। মহালয়ার পুণ্য লগ্নে হাজার হাজার জনতা পথে নামেন, বিশেষ করে সদরঘাট বরাক সেতুর উদ্দেশ্যে। এই সুযোগকে কাজে লাগাতে সচেষ্ট হয়েছে বরাকের বেশ কয়েকটি সংগঠন । এদের মধ্যে রয়েছে আনকন্ডিশনাল সিটিজেনশিপ ডিমান্ড ফোরাম, নেলেক এবং আভা। অন্য দুটি সংগঠন মিছিল করে সদরঘাট সেতুতে যায়, কিন্তু নেলেক এর প্রতিবাদী কর্মসূচি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
নর্থ ইস্ট লিঙ্গুইস্টিক এন্ড এথনিক কো-অর্ডিনেশন কমিটি(নেলেক) কর্তৃক সদরঘাটে আয়োজিত এক প্রতিবাদী সভায় আজ যে দুর্গা প্রতিমার ছবি প্রদর্শিত হয়েছে তাতে অসুর রূপে এনআরসির মুখ্য সমন্বয়ক প্রতীক হাজেলাকে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র উপত্যকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এনআরসির বিরুদ্ধে আন্দোলনে আজকের দিনটিকে বেছে নিয়েছেন নেলেক এর কর্মকর্তারা । প্রতি বৎসরই স্থানীয় সদরঘাটে হাজার হাজার জনতা ভোর থেকে হাজির হন, এই কথা মাথায় রেখে সদরঘাটের বরাক সেতুতে ওঠার ঠিক আগে বাঁদিকে এই মঞ্চ বানানো হয়েছে। মূলত পাঁচটি নথি বাতিলের প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়। মঞ্চে অনেকগুলো ব্যানারও রাখা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, “আসাম একটি বহুভাষিক, বহুজাতিক এবং মিশ্র সংস্কৃতির রাজ্য, এই কথাটা মনে রাখা উচিত”, “দেশবিভাগের বলি জনতার প্রতি সুবিচার চাই”,”নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬ পাস করতে হবে” প্রভৃতি। বিভিন্ন বক্তা এসব দাবিগুলোর সমর্থনে বক্তব্যও রাখেন। পথ চলতি হাজার হাজার জনতা কেউবা কিছুক্ষণ দাঁড়িয়ে কেউবা চলতে চলতে মূল বক্তব্য গুলো অনুধাবন করার চেষ্টা করেন।
Comments are closed.